Wednesday, December 29, 2021

ফিরে দ্যাখ একবার

 ফিরে দ্যাখ একবার 

এম এ মাসুদ রানা 


পিছু ফিরে তাকালাম ফিরে যাবো 

আশা ছিলো দেখবে ভাবলাম! 

তুমি ডাকলে না আমারে, চোখে চোখ 

রাখবে চেয়ে চেয়ে দেখলাম।


দেখলে না ফিরে তুমি এই আমারে

দেখে দেখে বলি হায় হায়!

তুমি এভাবে চলে যেওনা ছেড়ে প্রিয়

বলো কাছে ফিরে আয় আয়।


ডাকলে না তুমি আমায়, বুঝলে না 

আমার এই অবুঝ মনকে!

আমাকে রেখে চলে যাও কোন সুখে,

তুমি বিনে মরবো ধুঁকে ধুঁকে।

হিংসা

 হিংসা

এম এ মাসুদ রানা 


হিংসা নামক অপশক্তিটা

সবার মনে বিদ্যমান,

কার কার একটু বেশি হয়

কারো অল্প পরিমাণ।


কেউ হিংসায় জ্বলে ধুঁকে ধুঁকে 

কেউ জ্বলে অবিরাম,

আসলেই হিংসাটা কঠিন বিষয় 

সবাই জানে এটি হারাম।


হিংসা থেকে হয় লোভের জন্ম

বাড়েতে থাকে চাহিদার মান

হিংসা মানবতার পদতলে পৃষ্ঠ হয়ে

অপরাধের হয় উত্থান।

পার্থক্য

 পার্থক্য 

এম এ মাসুদ রানা 


অল্পতে সুখী হয়ে হাসতে পারে,

        গরীব মানুষ যারা

আকাশকুসুম কল্পনা করে না,

         হয় না লক্ষ হারা।


পেট পুরে খেতে পারলেই খুশি, 

         গরীব শ্রেণী সবাই 

যাদের কোনো আধুনিকতা নেই,

      ওঁদের গরীব বলে তাই। 


মাটির গন্ধ যাঁদের সর্বাঙ্গে মাখা

    গরীব বলে সমাজ তাদের 

যাঁদের কাঁধে পা রেখে আজ সভ্য

      তাঁদের নেই কোন কদর। 


তারা নয় ইতর অথবা ছোট লোক

    গরীব হয়ে সমাজে থাকুক

যাহারা শিক্ষিত সভ্যতার দাবিদার

    তারাই  লুটপাট ধরে রাখুক।


কলমের খোচায় অসৎ অর্থ অর্জন 

        করে থাকে মহাচোরেরা

আমরা বিবেকহীন চেহারার মানুষ

        ধরে রাখি পশুত্ব চেহেরা।


আদিকাল হতে গরীব হয় নিপীড়িত 

      তাহাদের উপর চলে রাজত্ব

করিও না ঘৃনা এই গরীবকে সেই তরে

       সমাজ হারিয়েছে ব্যক্তিত্ব।


তাহারাই মজলুম মাসুম মনুষ্যত্বে

      সর্বদাই আশায় বুক বাঁধে

কখনো তারা কারো তরে জীবন 

      সাঁজাতে বাকি নাহি রাখে।

আত্মচিৎকার

 আত্মচিৎকার 

এম এ মাসুদ রানা 


নিদারুণ কষ্ট হচ্ছে দেশ ও জাতির আজ

দেশে চলছে অমানবিকতায় ব্যাপক কাজ

সমাজপতিদের হচ্ছে না কেন রকমে লাজ

দূর্নীতি, লুঠতরাজের বাজনা বাজাছে বাজ।


আঘাত করলেও করতে পারি না প্রতিঘাত 

স্বার্থের কারণে ওদের থাকে না জাতপাত। 

উৎকণ্ঠে ও উদগ্রীবতায় কাটছে যে, দিনরাত

সমাজটাকে ভোগের তরে করেছে সাতপাত।


আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রেও নেই নিরাপত্তা 

দিনে দিনে মানুষ রূপে জন্ম নিচ্ছে কত্তো কুত্তা।

ছেলেকে বেঁধে মাকে করে  পাশবিক নির্যাতন

স্বামীকে বন্দী রেখে স্ত্রীকে অমানুষিক প্রত্যর্পণ।


পাবো না কি কখনো এইসব থেকে প্রতিকার 

উৎপীড়ন থেকে কখনো হবো না'কি নিস্তার ।

নিজেই নিজের বিবেকে দিয়ে থাকি ধিক্কার

ক্ষণে ক্ষণে অনুক্ষণে করে থাকি আত্মচিৎকার।


রচনাকালঃ ২৮/১২/২০২১খ্রিঃ