Sunday, August 25, 2019
বিনয়
বিনয়
এম এ মাসুদ রানা
ব্যবহারে কর জয়
তোমরা মানুষের মন!
পরাজিত হলে ভেবনা
এটাতেই তোমার মরন,
মরনকে সরণ করে
ফেল অশ্রু জল!
তখনি পাবে অশ্রুর ফল।
বিনয়ের অফুরান বানী
কর সর্বক্ষণে টানাটানি
কেউ হরন করলে হবে না মানামানি।
মনের মাঝে শক্তি রেখে
করবে তুমি বিনয়ের বিনিময়
বিনয় বিনিময়ে হবে নাতো ক্ষয়।
পৃথিবীও ঋণী হয় বিনয়ের কাছে
পণ করবো মোরা বিনয়ী হওয়ার আয়েশে।
অমোঘ প্রীতি
অমোঘ প্রীতি
এম এ মাসুদ রানা
তোমার কথায় ফুল ফোটে
আঁধার রাতে জ্যোছনা ,
হৃদয় মাঝে কাননে কাননে
নীরবে নীরবে কূজন গোপনে
মধুর মিলনে মোহনা।
তোমার ভাবনায় সুর আসে
অঙ্গে অঙ্গে নতুন বাসনা
মন বিতানে মঞ্জুরিতে
গানে গানে রাগের ঝংকার
অমোঘ প্রীতি টানে।
তোমার সঙ্গে সুখ তরঙ্গ
চৈত্র ফাগুনে পলাশ ,
উপত্যকার শীতল বাতাস
জুড়িয়ে মনের উষ্ণ হতাস
প্রাণে শ্বাস প্রশ্বাস ।
Subscribe to:
Posts (Atom)