Sunday, July 11, 2021

করোনার ধামাকা

 করোনার ধামাকা

এম এ মাসুদ রানা 


রোগের মাঝে রোগীর দর্শনে

করোনায় হলো বাধা

মা বাবার হয়েছে মরণ দেখে 

দূরে কাঁদে দাদা।


স্বজনেরা চরম দূর্ভাগা বটে

বিপদে কাছে নাই

আনন্দের আয়োজনেও নেই 

দূর থেকেই বলে হাই।


ঝিম ধরা পৃথিবীটার চেহেরাটা

হয়েছে একেবারে অন্য,

আলোকিত ধরণীটা করেছে 

আজ শ্মশান বলে গন্য।


নেই কোন প্রাণঘাতী যুদ্ধের প্রস্তুতি 

অস্ত্রের কোন গর্জন

করোনার করুন অথবা চরম ধামাকায় 

সব করেছে বর্জন।

মানুষ

 মানুষ 

এম এ মাসুদ রানা 

______________________

মানুষের মতো দেখি যাদের

তারা সবাই মানুষ নয়,

ছদ্মবেশ আছে কিছু মানুষ

কেহ তাদের মানুষ কয়।


বাহির মানুষ হয়, ভেতর পশু

দেখতে মানুষ আসল

আসল মানুষ হয় তাঁরাই দ্যাখ

যাঁদের ভালো কর্মফল।


কে হলো মানুষ, কে হলো পশু

করি যদি তা যাচাই?

সবাই সবার কর্ম নিয়ে ভাবো

দেখবে অনেকেই মানুষ নাই।

নতুন জীবন

 নতুন জীবন

এম এ মাসুদ রানা 


আমার কবিতার প্রতিটা লাইনে

তোমায় খু্ঁজে পাই,

তুমি কার হাতেতে হাত রেখে বল

এখন চলে যাই।


তুমি ভালোবাসি বলে কার

বুকেতে মাথা দাও,

নতুন করে নতুন ভুবন তোমার 

মতো সাজিয়ে নাও


তোমার স্মৃতি ভুলতে লেখার 

জগতে এসেছি

তাইতো তোমায় জীবন থেকে 

মুক্ত করে দিয়েছি। 


চাই না তোমায়, চাই না স্মৃতি 

নিঃস্ব পথে চলেছি,

নতুন করে বাঁচার জন্য আমি 

নতুন পথে এসেছি। 


 

তোমার চোখে হাসির জোয়ার 

আমার চোখে পানি,

পুস্পে পুস্পে ভরা তোমার জীবন

এটা আমি মানি।


কোন মতে তোমার স্মৃতি ভুলতে 

আমি পারি না

কষ্ট হলেও লেখার জগৎ এখন

আমি ছাড়ি না।


তোমার স্মৃতি ভুলতে ব্যর্থের

লেখা লিখে যাই।

তুমি বেশ! মহাসুখেই আছো

নতুন এক পিঞ্জিরায়।

নিজেকে জানো

 নিজেকে জানো 

এম এ মাসুদ রানা 


তুমি আসলে ভালো জানো না 

তুমি আসলে কে?

তুমি তোমার মত করে তোমাকে 

জানো এটাই যে!


আগে তোমাকে তোমার মতো 

সঠিক ভাবে বুঝো

তারপর না হয় তাকে তোমার 

মনের মতো খুঁজো।


সে কেমন সেটা বড় কোন কথা 

কাজের বিষয় নয়?

মানুষ তাঁকে যেমন বলে সেটাই 

তাঁর বড্ড জয়।


তুমি কখনো তাঁকে সরল মনে

ভাবতে পারো না?

সবাই যাঁকে সবসময় বলে ভালো

সেটা শুনো না?


সবার মাঝেই নিজে নিজেকে 

উচিত হবে খোঁজা!

তুমি সবার কাছে কেমন আছো

এটা উচিত বুঝা?


সবার মাঝে তুমি তোমাকে নিয়ে

নতুন ভাবনা ভাবো

সবার মনের মাঝে নিজে নিয়ে 

খুঁজেছো কি আজো?


আবারও বলি তুমি তোমাকে 

নতুন ভাবে জানো

তারপর না হয় তাঁর মন্দের 

কথা নিয়ে আসো।

হালচাল

 হালচাল

এম এ মাসুদ রানা 


সত্তর টাকা হলো

চালের কেজি,

চল্লিশ টাকা আটা

কিনতে রাজি।


যায় ভেসে দেশ

ব্যাপক উন্নয়নে

আমলা মন্ত্রী দেখে  

দুই নয়নে।


বাজার জুড়ে জ্বলে

দ্রব্যের আগুন

মজুদদারের মনে এখন

লেগেছে ফাগুন।


হেঁটে গিয়ে চক্ষু দেখি 

এই বাজার

হুঁশ থাকেনা তখন

গরীবের আর।


এমন গভীর তফাতে

চলছে দেশ,

জ্ঞানী গুণীজন ছিড়ছে

মাথার কেশ।

আমাদের অপরাধ

 আমাদের অপরাধ

এম এ মাসুদ রানা 


ফেরাউন ডুবে মরেছে

নীল সগরের বুকে,

সাজ্জাত পাপি মরেছে 

তার কাজের ঝকে।


অতীতে জাতি হয়েছে  

নিঃশেষ নিজ পাপে

নিরমল বাতাস আসছে

ভয়ানক চাপে।


লুণ্ঠিত হচ্ছে মাটিতে সবাই

উল্টিয়ে বলি শেষে

নেমে এসে গেছে চিরায়ত

কঠিন আজাব দেশে।


আমাদের অপরাধ হয়েছে

তাদের চেয়ে বেশি

সীমাহীন ভয়ে বুকে নিয়ে 

কাঁদি তাই দিবানিশি