Tuesday, August 14, 2018

সুখের সন্ধানে

_____সুখের সন্ধানে_____
      মোঃ মাসুদ রানা

বয়সের সূর্য ঠিক মাথার উপরে,তবু
ক্লীষ্টতার ছোঁয়া ষোড়শী যুবতীর মতো
 টকবক করে আহনীর্শ,
হঠাৎ মাচরাঙ্গা রুপ নিয়ে
ঝপ করে ঝাপ দেয় সুখ।

দাঁত ভাঙ্গা দান নিয়ে ফিরে এলে ঘর
হঠাৎ দ্যাখে কালোমেঘে এলোকেশী ঝড়
ছুটে আর ছুটে ঝড়ে খেলো না-কি ঘর?
হেথা গিয়ে দেখি কে আপন পর?

চারদিকে ওরা সব সুখ ন্যায় দ্যাখে
পুবের গগনে উঠেছে কি সূূর্য না-কি ডুবেছে?
প্রিয়তমা মোর ছেড়া আঁচলে ছেড়া
কণে মুছে জোড়া চোখ,
অবশেষে ঘুরে ফেঁড়ে দ্যাখে মোরে
নিস্তন্ধ, নিথর এইবুঝি সুখ।

অতৃপ্তি


________  অতৃপ্তি  _______
       মোঃ মাসুদ রানা
মাঝ রাতে স্বপ্ন দেখবে যখন
কাঁদবি জেগে একা একা,
হাত নেড়ে খুজে দৃষ্টিতে আমায়
পাবি না মোরে  দেখা পাবি না!

আমি হারিয়ে যাবো অজানা দেশে
তোর কাছে আর আসবো না,
দূর হতে অদূর থেকে সুখ চাইবো তোর
আমায় ভালো'টা আর বাসা হল না!

লাভ কি হবে তোমাশ ভালোবেসে
বল আমায় বিষয়টা  খুলে,
পাশাপাশি ছিলাম যখন
কেনো চাইলি না মুখ খুলে তখন?
.