ইন্তেজার
এম এ মাসুদ রানা
ফের যদি তুমি ফিরে এসো তাই
চেয়ে চেয়ে ইন্তেজার।
মানের মতো করে সাজাবো
এমন ভাবনায় আবার।
দিন বল আর সেই রাতের গভীরে
খুঁজি আমি বারবার
সাথে খুব আকুলতা নিয়ে মনে
করছি যে ইন্তেজার।
ইন্তেজার
এম এ মাসুদ রানা
ফের যদি তুমি ফিরে এসো তাই
চেয়ে চেয়ে ইন্তেজার।
মানের মতো করে সাজাবো
এমন ভাবনায় আবার।
দিন বল আর সেই রাতের গভীরে
খুঁজি আমি বারবার
সাথে খুব আকুলতা নিয়ে মনে
করছি যে ইন্তেজার।
হাসির ঝলক
এম এ মাসুদ রানা
তোমার হাসিতে আকাশ হাসে
তোমার হাসিতে জোছনা আসে।
তোমার হাসিতে ছন্দের ছড়াছড়ি
তোমার হাসিতে প্রেমের জোড়াজুড়ি
তোমার হাসিতে রাত্রী হয়েছে মাতাল
তোমার হাসিতে প্রেম করেছে কাতল।
তোমার হাসিতে শুরু হয়েছে ভালোবাসি
তোমার হাসিতে প্রিয়া এসেছি কাছাকাছি।
তোমার হাসিতে মিষ্টি সুবাস ছড়ায়
তোমার হাসিতে আমার হৃদয় নাড়াই
তোমার হাসিতে আছে অনেক বিশালতা
তোমার হাসিতে ভেসে আসে আকূলতা।
তোমার হাসিতে করে মুক্তার ছড়াছড়ি
তোমার হাসিতে আমিও করি নড়ানড়ি
তোমার হাসিতে মিলনের গান ধরি
তোমার হাসিতে প্রেমের বাসর গড়ি।
এম এ মাসুদ রানা
অহেতু মতামত দিও না তুমি
তোমার মতামতের যোগ্য কি আমি?
তুমি তো আমার থেকে অনেক দামী
মূল্যবান মতামত করো না কখনো বেদামী।
শান্তনা দেবার জন্য বলো না হাই
জোর করে কিছু করার দরকার নাই,
আমি আমাকে জানি, আমি শুধুই ছাই
আমার উপরে ঘি ঢেলেও কোন লাভ নাই।
জীবনের গতি থেমে গেছে
চলতে পারি না আগের মতো নেচে নেচে
আত্ম হত্যা মহাপাপ জেনে এখনো আছি বেঁচে
কি হবে কুয়াশার মাঝে আলো নিয়ে ছুটে।
তোমার চলন বলন সবে এসেছে বুঝে
তবুও অবুঝ মন তোমার মতামত খুঁজে।
তোমার তুলনা হবে না, কোন কিছু সমতুল্য
তোমার মতামতের দিতে পারবো না মূল্য।
সেই তরে বলি আমি,
তোমার মন যদি আমারে না চাই
প্রিয় নাম ধরে ডেকো না আমায়
সহজ করে বলে দিও আমায় বিদায়।
প্রিয়ার কাছে নিবেদন
এম এ মাসুদ রানা
ওগো মোর প্রিয়তমা
থেকো না এতো দূরে
কাছে এসে পাশে বস
সবকিছু দিবো ভরে।
তোমায় স্বপ্নে দেখি আমি
গোধুলি এক বিকেলে
বলেছিলে থাকবো চলবো
সুখের কথা বলে বলে।
এলোমেলো জীবনটাকে
সুখে দিবে ভরে,
এই বাসনা মনের মাঝে
হরদমেই নড়েচড়ে।
সুন্দর করে গড়বো জীবন
বুঝবো নিজের মত,
কোমল হাতের ছোয়া পেয়ে
ভুলবো মনের ক্ষত।
শুধু তোমার জন্য
এম এ মাসুদ রানা
শুধু তোমার জন্যে
এই সাজ সাজ প্রহর,
সাজোয়া পৃথিবীর আকাশ
তারার মিতালি জব্বর
শুধু তোমার জন্যে
এই মৃদু মৃদু আলো,
উত্তুরের বাতাস গায়ে
শীতল বাতাস জমকালো।
শুধু তোমার জন্যে
এই মায়াবী চোখ,
হাজার নদী মতো স্রোত
প্রতিক্ষণে ভেজা পলক।
শুধু তোমারই জন্যে
এই ঠোঁটে ছিলো হাসিহাসি
দূরের বনে আনমনে বসে থাকা
নিত্য কাঁদে বেহেলা বাঁশি।
স্বপ্নের রাষ্ট্র
এম এ মাসুদ রানা
আমি আমার রাষ্ট্রে,
কখনো হয়ে যাই প্রধানমন্ত্রী,
মন্ত্রী পরিষদও গঠন করি,
থাকেনা কারোই ভোটাধিকার ;
প্রয়োজন হয় না গণতন্ত্রের
দরকার হয় না আমলাতন্ত্রে
তৈরি করতে হয় না রাষ্ট্রীয় যন্ত্র।
মন্ত্রে থাকে না গণতন্ত্রের রক্ষাকবচ!
থাকে না রাষ্ট্রের কোন সীমানা
অবাধে চলতে নেই কোন মানা
কেউ কখনো দেয় না হানা
সবাই মুক্ত এটা সবার জানা।
সবাই মুক্ত বিহঙ্গের মতো উড়ে
চলে যাই দূর বহুদূরে থাকি ফুরফুরে।
---- তুমি প্রিয়ে ----
এম এ মাসুদ রানা
জানি তুমি ভাঙ্গিবে হৃদয়
কঠিন পাথর দিয়ে,
ভাঙ্গে হৃদয় প্রবেশ করতে
চাও আলো নিয়ে।
জ্বলবে কেমন, জ্বালাবে কেমন
টের পাবে নিজে,
পুড়াচ্ছো নন্দিত আঁধারে প্রদীপ
জ্বলছো কৃত্রিম দিয়ে।
সবই জানো সঠিকভাবে তুমি
সবটাই জানাও প্রিয়ে,
কোথায় যাবো, কেমনে রইবো
তোমার সনে যাও নিয়ে।