_______ তুমি কখনই বুঝনি ______
এম এ মাসুদ রানা
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
তোমাকে ছাড়া আমি এখন ভালোই আছি
আছি!
আস্তে আস্তে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি
চেষ্টা করছি তোমার স্মৃতি মন থেকে মোছার।
বলতে গেলে এখন, দু"চোখে জ্বল ঝড়ে।
তোমার কথা মনেই পরে না তেমন আর!
জন্য এখন আর কষ্টও পাই না বার বার!
কেহই বলে না আর আমায় ছাড় ছাড়।
কেন জানি মাঝে মাঝে অনেক কষ্ট হয়?
আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা!
আমার ভালবাসা তুমি বুঝতে পারনি কখনো!