Sunday, October 13, 2019

রঙ্গিন আয়না

  রঙ্গিন আয়না 

 এম এ মাসুদ রানা

আমি তোমাকে ভালবেসে
এতটাই অন্ধ ছিলাম যে,
ভালো মন্দের করিনি বিচার।
তুমি বিশ্বাসঘাতকতা করবে
এমনটা করবে কখনো ভাবিনি
আমি হব মিথ্যে প্রেমের শিকার।

ধন্য তুমি, ধন্য তুমি, তোমাকে ধন্যবাদ
বিশ্বাস করা কোন নয় অপরাধ,
বিশ্বাস করে পেলাম আঘাত অপবাদ
মিটে গেছে আমার ভালোবাসার স্বাদ।

ভুল করেছি, ভুল বুঝেছি
ভুলের মাশুল দিচ্ছি আজি।
তাই তো এসেছি তার কাছাকাছি
দু'চোখে অশ্রু নিয়ে বেঁচে আছি মিছামিছি।

প্রেষ্য

         প্রেষ্য 

   এম এ মাসুদ রানা 


সন্ধ্যা থেকে ভোর করি
আলাপচারিতায় মেসেঞ্জারে।
হৃদয় থেকে বলি কথাগুলো
মূল্য ছাড়ই চলে বেচাকেনা
রঙ্গিন কথাই কথাই হয় চেনা
শুরু হয়ে যায় মন লেনাদেনা।

আগের মত নাইরে কেউ
নানান কাজে ব্যস্ত বিষণ।
আমি ছাড়াও আছে যে তার
নতুন কোন সুখের ভিষণ
সর্বক্ষণে ছিন্ন মুখী ভিন্ন মিশন।

যার জন্য লাইলী সাজো
কখনো দেখেছো ভেবে,
সে কি তোমার মজনু হবে?
বাড়তি কিছু করো যে তুমি
এটা তো তোমার প্রেম নয়
কাছে আসার প্রয়াস কয়
কত যে কথা মিছেমিছি হয়।