Friday, June 19, 2020

তুমি ছলনাময়ী

             তুমি ছলনাময়ী 
          এম এ মাসুদ রানা 

আমি যে, তোমায় কতোটা ভালবেসেছি
এটা কেবল শুধুই আমিই জানি
আর জানে শুধু আমার মন,
প্রতিক্ষণে প্রবাহিত হওয়া বাতাস।
ভালবেসে বেসে, ভালবেসে শেষ
কেবলি একাকি ভালবাসার দেশ।
হয়েছি তো সময়ে খাঁক, 
অগ্নি সাগরে দিয়েছি ক্রমাগত ঝাপ।
দীর্ঘ মরুঝড় পার হয়েছি
তীব্র তাপে, ঝলসানো আত্মা নিয়ে।
দেখবো তোমার মোনালিসা চাহনি
শুষ্ক বুকে দেখতে এতোটুকু পায়নি।
জলের প্রবল প্রলেপ,
দু’টি অগ্নি নয়নে দেখেছি, 
চোখের পাতায় তোমার নষ্টামি হাসি
বড্ড ভুল হয়ে গেছে তোমাকে ভালবেসে।
তুমি যে, হিসেবের খাতা খুলে বসেছ
হে ছলনাময়ী রমণী! 
আর কতোটা পুরুষ পেলে
শান্ত হবে তোমার ওই তৃষ্ণাতূর হৃদয়
উদগীরনরত জলন্ত লাভা করবে জয়।