. জয় দরদী তুমি
____ এম এ মাসুদ রানা _______
যে জন মন্দে
পরে না নিন্দে
করে না উপহাস,
শোধরাতে ভুল
মরিয়া আকুল
অহর্নিশে উদাস।
সে জন তরে
নম্র স্বরে
ভক্তি করো প্রকাশ,
সে বড় ধন
করিবে যতন
মনুষ্যত্বে করো বিকাশ।
গুনির কদরে
হীন না করি করিও সুবাস
কহে করো দাস,
মানের চারা
সোনায় বাড়া
আনে স্বস্তির শ্বাস।।

___________
____________________________
্
____ এম এ মাসুদ রানা _______
যে জন মন্দে
পরে না নিন্দে
করে না উপহাস,
শোধরাতে ভুল
মরিয়া আকুল
অহর্নিশে উদাস।
সে জন তরে
নম্র স্বরে
ভক্তি করো প্রকাশ,
সে বড় ধন
করিবে যতন
মনুষ্যত্বে করো বিকাশ।
গুনির কদরে
হীন না করি করিও সুবাস
কহে করো দাস,
মানের চারা
সোনায় বাড়া
আনে স্বস্তির শ্বাস।।

___________
____________________________
্