Saturday, July 21, 2018

জয় দরদী

.           জয় দরদী তুমি
____   এম এ মাসুদ রানা  _______

           

                যে জন মন্দে
                পরে না নিন্দে
             করে  না  উপহাস,
               শোধরাতে ভুল
               মরিয়া আকুল
             অহর্নিশে  উদাস।

                 সে জন তরে
                    নম্র স্বরে
             ভক্তি করো প্রকাশ,
                  সে বড় ধন
                 করিবে যতন
           মনুষ্যত্বে করো বিকাশ।

                 গুনির কদরে
         হীন না করি করিও সুবাস  
               কহে করো দাস,
                  মানের চারা
                 সোনায় বাড়া
             আনে স্বস্তির শ্বাস।।
             
       

                 ___________
 ____________________________

               
                     ্

মা

মা
মাসুদ রানা


মা !
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।

মা'গো
তোমার আমার একই নরীতে বাধা প্রান ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।

তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।

মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।

তোমার বকনিতে মধু মাখা মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে
 (শূন্য )ফাঁকা !
আমি  অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○

নিরাশ এই মন

________নিরাশ এই মন________
______এম এ মাসুদ রানা ________

ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়


ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর  রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও  পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।

কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়

আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।

 ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।

ছোট বেলারর কথা

ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা

প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,

কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,

আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,

আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।


জীবন


_____ জীবন______
এম এ মাসুদ রানা





বেচে আছি,
বাচার জন্য বেচে আছি,
খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি,
আর কি?
ভুলেইগেছি
কিভাবে ভালোবাসতে হয়?
আমি তা একেবারেই ভুলে গেছি।
তোমার হাতের স্পর্শ
এখন আর মনে জাগে না,
জাগে না কোন ছন্দ।
তোমার বুকে যে আগুন দেখেছিলাম
এখন আর সে আগুনে পুড়ে
 মরার লোভ হয় না আমার।
বেচে আছি,
মৃত্যুর জন্য বেচে আছি।