Tuesday, August 3, 2021

তোমার অন্তরালে

 তোমার অন্তরালে 

এম এ মাসুদ রানা 


তুমি দিয়েছো আমায় কবর

নাওনি তো আর কোন খবর।

তাই তো করি নাই কোন শব্দ 

করবো কখনো তোমায় জব্দ।

টেনেছিলে কাছে তোমার তরে

ছুড়ে ফেলে দিয়েছো মনের ঝড়ে

অতীতের স্মৃতি হৃদয়ে নাহি পরে

তবু কিছু কথা কাথার মাঝে রহে।

তুমি তোমার তরে হও চিরসুখী  

দেখো না এই পানে যতই হই দূঃখী,

সর্বক্ষণে থাকো তুমি শুধু সূর্যমুখী 

শান্তির বার্তা মারে তোমায় উঁকি। 

তোমার তীক্ততায় রয়েছি আড়ালে

খুঁজে পাবে না হাত দুই'টি বাড়ালে। 


রচনাকালঃ ০৩-০৮-২০২১