অহংকার
এম এ মাসুদ রানা
কত হাক কত ডাক
সুখ হীন দিনরাত,
মনের মাঝে
চিন্তা যারযার
কি করে
বড় হব সবার।
কেউ কেন
ভাবেনা কথা তার
অর্থ ধন সম্পদ
শূন্য ঘর যার।
অর্থ প্রাচুর্য
গড়েছে আপনার
চারি দিকে
কত নাম ডাক।
ক্ষুধার জালায়
ভেজা চোখ যার
তবে কেন
রাখনা খবর তার।
যেতে হবে চলে
সবি রেখে ফেলে
অর্থ আর অহংকার
করেছে জীবন অন্ধকার।