Wednesday, July 25, 2018

ভূতপূর্ব

____________ ভূতপূর্ব  ___________
                                   এম এ মাসুদ রানা

রেজারে রাখিয়া গোপন রহিতে চাহি না আর
বেকার বামুন সাজিয়া নিতে চাহি না তপোসীর ভার।

কান্ডরী মোর গোপন গুহাতে লুকাইয়াছে জীবন তরে,
সুযোগ হলেই সুনীল আকাশ সৌরভে দ্যাবে  ভরে।

লহমায় লাফিয়া লাফিয়া উঠিল মত্ত মনের বাসনা,
তাল বেতাল হইল অফুরন্ত মনের নিরন্তর  সাধনা।

নাহি উদয় হইল মোর জীবনে প্রণয়ের গান,
লগন ফুরাইয়া আসিয়া দ্যাখি রহিল না প্রণয়ের মান।

তাজমহল শুন্য হইল মমতাজ হীন আজ।।