Saturday, June 12, 2021

ভালোবাসা

 ________ ভালোবাসা __________

______  এম এ মাসুদ রানা _______

আই সখি লজ্জাতে চল ঘরে চল

দাঁড়িয়ে থাকুক নারে দুষ্টর দল

উঁকি মরে কেও যদি শিষ দিয়ে যায়

বুঝে নিতে হবে সে-ই তোর

ভালোবাসা চাই, ভালোবাসা চাই।

 

রচনাকালঃ ১২/০৬/২০১৬