Monday, February 18, 2019

সুখে থাকো তুমি

______ সুখে থাকো তুমি ______
          এম এ মাসুদ রানা

      তুমি আমাকে ভুলে যাও
  অন্য কারো বুকে যদি খুজে পাও।
 আমার মনের শত ব্যাথা সহে নিবো,
তোমায় বিদায় দিবো ব্যাথা রেখে বুকে।
     আমার হৃদয়ের ঝরা স্বপ্ন পাতা
          নাই'বা হলো রঙ্গিন।
নিঝুম রাতে থাকলাম না হয় একলা
নাই'বা হোক তোমার সাথে দেখা।
 আমি সর্বদায় প্রার্থনা করি তাই
          মহান বিধাতার সমীপে,
            তোমার জীবন হোক
               ফুলে ফুলে ভরা!