Sunday, September 19, 2021

দগ্ধ ঐক্য

 দগ্ধ ঐক্য

এম এ মাসুদ রানা 


অগণিত অপকর্ম চলছে সমাজে

ক্ষমতার গভীর অনলে

মিথ্যাচার ও জুলুমের জ্বলন্ত শিখা

বেহিসাবী রাজত্ব চলনে।


সত্যতা উন্নয়ন সমাচার মাড়িয়ে

দেখি বিদিশা চরণ,

অশালীন স্বপ্ন মনে গভীরে জাগিয়ে

করবে কি যে, হরণে?


আশারা ডুবেছে নিরাশার কবলে

হায়েনার কঠিন থাবাতে,

জাতি আজ ধুঁকে ধুঁকে মরেছে

রাঘবের নির্মম আঘাতে।


সাজানো চেতনার নীল সংকল্পে

নিদারুণ মরিচা ধরেছে,

কুকর্মের উত্তাপ বেড়ে চলেছে

ঐক্যতা অনলে পুড়েছে।

মন খারাপের শহর

 মন খারাপের শহর

এম এ মাসুদ রানা 


মন ভালো নেই,

মন খারাপের দিনে;

তুমি আমার কাছে নেই বিনে,

এই এবার, কান্না নিলাম কিনে।


মন ভালো নেই,

মন খারাপের রাতে;

চেষ্টায় তোমায় পাওয়া যায় যাতে, 

মেঘলা আলো আসবে তো প্রভাতে।


মন ভালো নেই,

মন খারাপের প্রহরে;

তুমি দাঁড়িয়ে আছো কোন দুয়ারে? 

আমি এক বসে আছি বিষন্ন শহরে।


মন ভালো নেই,

মন খারাপের ক্ষন;

বুকের ভেতর চলে অবিরাম রণ,

একলা বসে বসে করি অনুরণন।

হাহাকার

 হাহাকার 

এম এ মাসুদ রানা 


বেকারের পাওনা হলো ধিক্কার 

করতে পারে না কখনো চিৎকার 

যন্ত্রণায় হয় জীবন তাদের ছারখার 

তাদের হয় না কারো কখনো দরকার।


তারা হরদমে বলে শুধু হায় হায়

তাদের আশায় পরে ছায় আর ছায়,

তাদের দেখলেই বলে সবাই নাই নাই 

তারা কি সর্বক্ষণে করে শুধু খাই খাই।


কর্মের তরে ছিলো না তাদের ত্রুটি,

রাঘবের স্বার্থের কাছে হয়েছে বলি

তাইতো বরাবরে তাদের এরিয়ে চলি

তারা জীবনে খেলতে পারে না হলি।


ভাগ্যের নির্মম পরিহাসে তারা বন্দি

খেলার ছলেও করতে আসে না ছন্দি

তারা হয়েছে সমাজে দূর্নীতির নন্দি

তাদের জীবনে তরে নেই কোন ভঙ্গি। 


বুঝেছে তারা হলো সমাজের অভিশাপ, 

আত্মা ত্যাগ করতে পারে না শুধু,

জীবনের প্রতি আছে তাদের অনুরাগ

বলতে চেয়েও বলতে পারে না কথা।


এই সমাজে নেই কোন বেকারের দাম

তাই বেড়েছে এই সমাজের এতো মান।

দূর্নীতির তরে বেড়ে যায় কত বেকার

তাইতো সমাজটাতে এতো হাহাকার।

যাচ্ছি

 যাচ্ছি 

এম এ মাসুদ রানা 


আমি যাচ্ছিতো যাচ্ছি

বিরামহীন গতিতে।

কখনো দ্রুত কখনো ধীরে

তথাপি অবিরত।


আমি যাচ্ছিতো-যাচ্ছি

গন্তব্যের লক্ষ্যে 

পৌঁছাবো আগে বা পরে

কোন এক পক্ষে। 


আমি যাচ্ছিতো-যাচ্ছি

কখনো একা

আবার কখনো সহযাত্রী  

হয়ে যায় দেখা।


আমার থেমে নেই জীবন 

থেমে নেই বয়স,

থেমে নেই ব্যাস্ততা অদম্য

পরর্বতীতে অবয়ব।