Tuesday, January 5, 2021

মুখোশ

 মুখোশ 

এম এ মাসুদ রানা 


স্বাধীনতা মানে না আর কেউ  

গড়েছে চোরের দল

আমার ক্ষমতা রাখার তরে

করবো অনেক ছল।


মারবো মানুষ, জ্বালাবো আগুন

পুড়ুক মানুষ আজ

আমিতো বেশ মহা সুখেই আছি

বাজাই সুখের বাজ।


দেশের কথা বলি মুখেমুখে

চলছে চুরি রোজ

শত অন্যায় চলছে দেশে

রাখিনা তার কোন খোঁজ। 


মানবতা যে, মরেছে কবে

কষ্টই বেঁধেছে বাধ,

ভালর মুখোশ পরে আমি

চলছি দিন রাত।

সাম্যের পথ

 সাম্যের পথ

এম এ মাসুদ রানা 


নারীবাদী কিংবা পুরুষবাদী

ধরনীর বুকে ভরপুর,

ধর্মের মাঝেও চলে রেষারেষি

নৈতিকতা হয়েছে দূর


মৌলবাদী কিংবা হিন্দুবাদী

নিরপেক্ষতা বড্ড কম,

জাত অজাতের দ্বন্দ্বে এখন

নিরপেক্ষর আটকে দম।


পদ-পদাবলীর জোট পড়ে

মানুষ এখন মানুষ নায়,

মানুষ আমি মানুষ খুঁজি

সততার হয়েছে পরাজয়। 


মানুষ পাবো কোথায় গেলে

মানবতার নাগাল পাবো,

সুর মিলবে তাঁর গানে সুরে

সাম্যের পথে চলবো।

উল্টো জগৎ

 উল্টো জগৎ 

এম এ মাসুদ রানা 


হচ্ছে কেন উল্টোপাল্টা

কেমন আজব দেশ?

রূপের কাছে গুণ হারে

মিথ্যা দিয়ে সত্য শেষ।


ছাত্রের কাছে শিক্ষকের হারে

ভণ্ডের কাছে সম্মানী;

তর্কের কাছে ন্যায় হারে

মূর্খের কাছে জ্ঞানী!


টাকার কাছে শিক্ষা হারে

মূর্খের দেয় শিক্ষা;

পুত্রের কাছে পিতার হারে

এমন মোদের দীক্ষা।

মনের ঘোর

 মনের ঘোর 

এম এ মাসুদ রানা 


বুঝিনা মনের মতিগতি

কি যে হলো অাজ 

ফসকে গেলো, কুচকে গেলো 

অন্তরের ভাজ।


কষ্ট হলেও আমায় ভুলে 

ভালো থেকো,

তোমার প্রিয়জনকে তুমি 

মনে রেখো।


মনে থেকে ভুলতে যদি

কঠিন কষ্ট হয়

সহজ করে বলে দিও 

মনে নেই সংশয়। 


ছিলাম তো প্রয়োজনে 

আমি তোমার, 

তোমার কথাতেই কাটল 

মনের ঘোর।

অবনতি

 অবনতি

এম এ মাসুদ রানা


লজ্জায় মরে আজ ইসলাম বিশ্ব
কাফের খুশিতে মশগুল,
ফিতনার যুগে কুফরের জয়
সত্যকে বলেছে ভুল।


পীরের পায়ে সেজদায় পরে
সত্য সব জলে ভাসে,
মুসলমানদের কর্মে মুনাফিক
জয়ের হাসি হাসে।


রচনাকাল ০৬/০১/২০২১