ফুলতলা সাহিত্য কেন্দ্র
wwwfultolabd.blogspot.com
Sunday, February 10, 2019
স্বপ্ন কন্যা
______স্বপ্ন কন্যা_____
__এম এ মাসুদ রানা__
তুমি স্বপ্নে আসো
তুমি স্বপ্নে হাসো,
স্বপ্ন ভেঙ্গে গেলে
তুমি কোথায় থাকো।
শুধুই কি তুমি
স্বপ্ন হয়ে থাকো?
আর স্বপ্নতেই
বাসা বাঁধ।
স্বপ্ন ছেড়ে বাস্তবে কি
কখনো আসো?
বাস্তবে কি তুমি
দূরে দূরে থাকো?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)