Sunday, March 15, 2020

খেয়ালি

___________ খেয়ালি _____________

_______ এম এ মাসুদ  রানা __


খেয়ালি ক্ষণে ক্ষণে,
মোর কথা যদি আসে তোর মনে,
বুঝিবে আমি আছি তোর সনে
খু্ঁজিতে হবে না তোকে জনে জনে।

থাকিবো না"তো গহীন কোন বনে
অযাচিত হয়ে থাকি না"তো রণে। 
খুঁজিতেছো বল তুমি বনে বনে
খু্জিতেছো বল তুমি জনে জনে।

তোর ভাবনায় আসে না কেন?
সর্বক্ষণে থাকিস তুই মোর মনে।
দূরে রাখি না তোকে কোন ক্ষণে
তোকে বলি না কখনো অন্য জনে।

বেকুলতার মাঝেই তো আকুলতা 
এরই মাঝে হয় না'কি প্রীতি খোঁজা?
মিস ছাড়া, হয় কি গো ভালবাসা?
ভালবাসার নামে দিচ্ছো মিছে আশা।

করোনা ভাইরাস

___ করোনা ভাইরাস

__ এম এ মাসুদ রানা __


মরণ ব্যাধি এই করোনা
ধরলে তো আর ছাড়ো না।
করল প্রথম চীনকে জয়
করছে এখন সবাই ভয়।

বান্দা যখন আল্লাহকে গেল ভুলে
ঠিক তখনি করোনাকে দিলো তোলে।
ছাড়ো এবার মানুষ মারার ইনজয়
করোনা এবার করছে তিলেতিলে ক্ষয়।

সময় কেবল যাচ্ছে সবার
করোনা আবার ধরলো কার।
ভয়টা তোর আর যায় না ছেড়ে
করোনা তো সবাইকে দিচ্ছে মেরে।

খোদার কাছে এই মোনাজাত
'করোনা' থেকে যেন পাই আজাদ।
গুনাহ যেন করেন মাফ
বেমার করতে না যেন পারে কাত।

সব ছেড়ে আল্লাহ' পথটি ধর
কাজের মাঝে আল্লাহকে সরণ কর।
আল্লাহকে ডাকার পাশাপাশি
ইমান রাখিস কাছাকাছি।