Tuesday, July 6, 2021

সুখের তরে

 === সুখের তরে ===

**এম এ মাসুদ রানা**


ধর্ম ও কর্মরে জীবনের মাঝে

প্রতিষ্ঠিত করি জীবন সাজে

অগ্রসর হই নিজ নিজ কাজে।


নাহি করি তাতে কোন লাজ

চেতনা থাকে একদিন জাগ,


দীর্ঘ নিদ্রা তার পরে,

সে তো আনে শুধু ঘন অবসাদ

জীবনে ঢালে অনন্ত বিষাদ।


দেও তারে দূর করে

থাকো না তখন দূরে সরে

জীবন থেকে সুখ পরবে ঝড়ে 

অবসাদের তরে বস এবার নড়ে। 

রচনাকালঃ ০৭/০৭/২০১৬

অনাহারীর কথা

 অনাহারীর কথা

এম এ  মাসুদ রানা 


ক্ষুদার্থ মানুষের নেই কোন ভয় 

কিছুতেই থাকে না তাদের ডোর।

ক্ষুধার জ্বালায় হয়েছি তো কাতর

সাহায্যের নিয়ে মেলনা তো চাদর

ত্রাণ সাহায্য আত্মসাৎ করো নাছর

আইনের অনু শাসনে হচ্ছে নড়বড়

যতই বলো না কেন সবাই মরমর

লাভ হবে না আইনে করে তরতর 

তাদের পেট করে ক্ষিদায় ধরফর।

ক্ষুধার্থের কাছে চলেনা কোন আইন 

লাভ হবে না তাদের উপর করে ফাইন

যতই করো মন্ত্রণালয়ের বসে সাইন।

লকডাউন যত বড় হোক শাটডাউন

ক্ষুধার্থ মানুষকে করতে থাকো বাউন্ড,

ক্ষুধার্থকে খাদ্য দিয়ে করো যতো ডাউন

তাহলে রাখবে সকলে ঐ সাইনের মান। 

রচনাকালঃ ০৬/০৭/২০২১