Sunday, April 4, 2021

কুরআন হাদিস

 কুরআন হাদিস 

এম এ মাসুদ রানা 


কুরআন হোক জীবন সাথী 

ঈমানে আসুক নূর,

তাওবার মাধ্যমে জীবন গড়ী

হোক রজনী ভোর।


পবিত্র কুরআনে আছে সকল

রবের এহসান

হরফে হরফে আছে বিশেষ 

গুণের গুণগান।


পবিত্র কুরআনে হলো পরিপূর্ণ 

জীবন ব্যবস্থা

খোদার নামের শুরু আছে

শেষ কত যে, দূর।


হাদিসে হোক চলার সাথী

নবীজির গুণগান 

নবীর জীবনাদর্শ সকল কিছু

হাদিসে ফরমান। 


হাদিসে রয়েছে রাসূলের 

নির্দেশ ও তাঁর মত।

যাঁরাই চলে দেখানো পথে

তারাই হলো তাঁর উম্মত।

ছন্দ

 ছন্দ

এম এ মাসুদ রানা 


ছন্দে ছন্দে জীবন চালাই

ছন্দে নিয়ে খেলা,

ছন্দে ছন্দে কাব্য লিখি

সকাল সন্ধ্যা বেলা।


ছন্দে হাসা, ছন্দে কাঁদা

ছন্দে বলি কথা,

ছন্দে যাদুয় ছড়িয়ে দিবো

আমার ভালোবাসা।


ছন্দে ছন্দেই শুরু হয়েছিলো

ভালো বাসা-বাসি

ছন্দের ছন্দে শুরু হয়েছিল 

কাছে আসা আসি।


ছন্দে তোমায় চাই গো"প্রিয়া,

ছন্দের সুধা ভরী!

ছন্দে দিয়ে এই জীবন গাঁথা 

ছন্দ জন্যে মরি।

লকডাউন

 ★★★ নকডাউন ★★★

★ এম এ মাসুদ রানা ★


আজ চলছে লকডাউন, 

কাল চলবে লকডাউন,

আই লকডাউন আই,

তুমি ছাড়া কোন উপায় নাই। 


এই কারণে দেশটা গেল রসাতলে

ক্ষমতায় থাকবো ছলে বা কৌশলে।

মানবো না তোমাদের কোন দাবী 

তাইতো সবাই লকডাউনে আছি।


তোমার কারণে কর্মক্ষেত্রে, 

যাবার কোন রকমের উপায় নাই। 

গৃহে বসে করি শুধুই হাই-হাই,

সেই কারণে হৃদয় পুরে হচ্ছে ছাই।


ক্ষুধার জ্বালায় ক্ষীণ মোরা

চলতে পারিনা জোড়া জোড়া।

অনাহারে হাই, শরীর হয়েছে অচল

সমাজপতিরা শুধুই আছে সচল।


কর্মজীবী মানুষের কর্ম নাই 

পেটের জন্য লকডাউন নাহি চাই। 

মসনদের জন্য তারা লকডাউন চালাই

নিয়ন্ত্রণে জন্য প্রশাসন চলে দলে দলে। 


লকডাউনে হয় সমাজপতিদের লাভ 

সমাজের কথা বলে মুখে মাত্র ভাব।

জনজীবন নিয়ে নেই তাদের ভাবনা।

মসনদের জন্য চালাচ্ছে তারা,

লকডাউনের জন্য জঘন্য প্রতারণা।