Friday, May 17, 2019

অবসান


~~~ অবসান ~~~
~ এম এ মাসুদ রানা ~

স্মৃতির পাতায় আজো 
তুমি পুস্প হয়ে ফুটে।
পুরোনো সব স্মৃতিচারণ, 
উঁকিঝুঁকি মারে মনের ঘরে।

মন আজ্ঞিনায় বাতাস হয়ে
রোজ আসো আমার বাতায়নে।
রাত্রি হলে আকাশের মাঝে
চাঁদ হয়ে ভাসো মনের গভীরে।

আলোয় আলোয় অনুভূতি ছড়ায়
সেই স্মৃতি যেন আসে আমার পাশে।
তবুও যে আমার থাকে পেরেশান
থাকে পাওয়ার সব আয়োজন
সেই স্মৃতি কবে হবে অবসান।