Sunday, September 16, 2018

স্বাধীনতা

_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________

স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।

স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।

স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।

স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।

স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।

স্বাধীনতা তুমি  দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।

স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমা

আগলেবো জীবন দিয়ে।

উৎসর্গ চন্ডি চরন

_______উৎসর্গ চন্ডি চরন________

__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_

কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।