এম এ মাসুদ রানা
এই রাতে সুপ্রভাতে
বলার পরে
খুশির দিন আসবে
হৃদয় জুড়ে।
অভিযোগে এ বিয়োগ
জীবনের গ্লানি
সবার হোক না সবার
জানা জানি।
পরিবেশ ফ্রেশ হয়ে
সুখে থাক মন
মানুষ মানুষের তরে
জানো জনে জন।
থেমে যাক, এ অবাক
হৃদয় ক্ষরণ
ইচ্ছামত চলতে আজ
নেই যে, বারণ।
প্রিয়দের হৃদয়ে মুছে
যাক সব দুখ
সবিনয়ে অভিনয়ে
খুঁজে নেবো সুখ।
সুখ থেকে স্মৃতি এঁকে
শুভ হোক নিদ
আমি জানান দিয়ে যাই
মোবারক ঈদ।