Monday, March 25, 2019

স্বাধীনতা

_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________

স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।

স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।

স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।

স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।

স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।

স্বাধীনতা তুমি  দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।

স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।

বার্তা

__________ বার্তা ___________
®®® এম এ মাসুদ রানা ®®®

বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।

বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।

পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।