আল্পনা
এম এ মাসুদ রানা
আল্পনার কল্পনায়,
লিখতে চেয়েছিলাম অল্পনার নাম
আল্পনার কল্পনাতে ডুবে থাকি সারক্ষণ
আল্পনার কল্পনাতে মোর বাস।
লিখবো কি অল্পনাকে নিয়ে
ভেবেছি শতবার,
বুকের পাজড়ে জমানো ভাষা
কালি হয়ে যায় এই চোখের জ্বল,
মনের পাতাটা অগোছালো তাই
পরে আছে জোরাজীর্ন দেহে
উই পোকায় খেয়েছে মোর হৃদয়
রয়ে গেছে ব্যাথার চিহ্ন।
ধুকে ধুকে পুরছে হৃদয়
বিষাদের জ্বালায় জ্বলি দিবানিশি
এভাবে আধার ঘনিয়েছে জীবনে
ফোটা ফোটা মেঘছাড়া বৃষ্টি।
এম এ মাসুদ রানা
আল্পনার কল্পনায়,
লিখতে চেয়েছিলাম অল্পনার নাম
আল্পনার কল্পনাতে ডুবে থাকি সারক্ষণ
আল্পনার কল্পনাতে মোর বাস।
লিখবো কি অল্পনাকে নিয়ে
ভেবেছি শতবার,
বুকের পাজড়ে জমানো ভাষা
কালি হয়ে যায় এই চোখের জ্বল,
মনের পাতাটা অগোছালো তাই
পরে আছে জোরাজীর্ন দেহে
উই পোকায় খেয়েছে মোর হৃদয়
রয়ে গেছে ব্যাথার চিহ্ন।
ধুকে ধুকে পুরছে হৃদয়
বিষাদের জ্বালায় জ্বলি দিবানিশি
এভাবে আধার ঘনিয়েছে জীবনে
ফোটা ফোটা মেঘছাড়া বৃষ্টি।