Sunday, October 28, 2018

অনাগত কাল

_________অনাগত কাল_________
_______ এম এ মাসুদ রানা
*******************************
                 ★★★★★★
আনিবে প্লাবন-রক্তে-কন্ঠে এমনি অবেলা
লালে লাল শত যুব-তরু প্রাণ, ভাঙ্গিবে এ প্রাচীর।
রুধিবে কে?
বাধিবে কে?
আজি এ উত্তালবেলা
লড়াকু লড়িয়া দানিয়াছে আপন প্রাণ তাহার

মন্ত্রে-তন্ত্রে দানিবে লেলিহান শিখা।
খরা-জরা,ছিন্ন-কদকায় যত সব লুটেরা
রুধ প্রাচীরের ওপারে নিয়েছে যত দীক্ষা
ক্ষত প্রাণে আনিবে অন্ধ-রুক্ষ-তারা।

কারা-তালা শৃঙখল ভাঙ্গিবে দীপ্ত চরণে
নয়ন তারা জ্বলিবে প্রলয় রূক্ষ-হুকারে।
ছুটিবে তুমি রিক্ত হস্তে ,ভুলিয়া সব আপন প্রাণে
নহে তব তরে অন্জ্ঞলি,নম-নম-নম করে !
সবুজ সমারহে জ্বালিয়াছো অগ্নি আপন ক্রোধে-
ধরনীর ললাটে আঁকিলে তব রক্তের নখর।

রুক্ষ-শুক্ষ ক্ষেত-মজুর ,কামার-কুমার, প্রেমে-ক্রোধে
ধরিয়াছে হাল,ছেদিয়া-ভেদিয়া অতল পাতাল পুর
রুখিবে কে স্নায়ু ?
প্রমত্ত জল স্রোত,হিম-গিরী
রিক্ত বদনে বাধিয়াছে এ বন্ধন কালো আর গৈারী।

Saturday, October 27, 2018

তৃপ্তির অভাব

 তৃপ্তির অভাব

 এম এ মাসুদ রানা


প্রিয়োসী সবার সবেই তো আছে,
আমার আছে বলো কি?
বুকের মাঝে দূঃখের আগুন জ্বলছে দিবানিশি
সেই আগুনে পুরছি অহর্নিশি। 

মেঘলা আকাশে মেঘের পাশে সোনালী রোদ হাসে।
ঝিলিমিলি আলো এই পৃথিবীতে আসে
আমার দূঃখে আধারে নেই সুখের ঝিকিমিকি।

চাঁদের আলোয় রাতের কালো মুছে দেয় যেমন;
আমার আধার মুছে দিতে পারো নাকি তেমন?
হৃদয়হীনা হলে তুমি কেমনে বলো বাঁচি!
বৃষ্টি ঝরার পরে নীল আকাশে রংধনু আসে
তেমনি করে আসতে পারো না কি তুমি?

সবাই সবে নিয়ে আছে কতো সুখে
সবে কিছু তুমি জানো না কী?
তোমার জেনে এমন কিছু করার থাকাবে কী?
সবার সবে তো আছে আমার আছে কী?

Thursday, October 25, 2018

স্বার্থ

_________ স্বার্থ
_____  এম এ মাসুদ রানা

আপন মানুষ  চিনেছে যে জন
জয় করেছে সে সবার মন,
আপন করার স্বাদ পেয়েছে সে জন
শুদ্ধ মনে যে করেছে সাধন  ভজন।

হৃদয়ে যার দারর করেছে বন্ধ
চোখ থাকিতে তাকে বলে সবে অন্ধ,
দেখতে হবে না সয়  দরদীর দ্বার
স্বারের হিংসা আপনা হতে করতে হবে দূর।

স্বার্থ লোক হয় গো লোভী
লোভীরে কি আর  সাধনে মানায়?
সাধন আর ভজন জানে ক"জন
কেবল জানে কতক সাধক আর স্বজন।

লোভ লালোসা দূরে রাখে
থাকবে তাঁরই সবার মাঝে।
তাঁরেই আপন করে দেখা যাবে
অনুনয়ে দুই চক্ষু বুজে সবে সয়।

Friday, October 19, 2018

লিপি


--------লিপি---------
_______মাসুদ রানা________
দাও ফিরিয়ে সেই লিপিকে, 
লাও তোমার ঈর্ষা 
লাও যত লৌহ লোষ্ট্র ও প্রস্তয়,
মোর লিপিকে নিয়ে আর হেলা করো না
হে বন্ধু সে তো তোমাকে যাচে না,
যাচে না তোমার কোন কিছুই, 
তবুও........................
কেন তুমি মোর লিপিকে নিয়ে করো খেলা
বার বার নয় শত বার বলি লিপি শুধুই আমার।


Sunday, October 7, 2018

আমরা স্বাধীন

                               আমরা স্বাধীন 
  এম এ মাসুদ রানা 

কোন দেশে আছি মোরা,
হায় পেলাম কোন দেশ!
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতার পাইনি লেশ।
ডিসেম্বর মাস আসলে পরে
বিজয় দিবসের চলে ঢেউ,
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতা পায়নি কেউ।

Thursday, October 4, 2018

মন

____ মন
__এম এ মাসুদ রানা

এই মনের শহরে,
কোথায় আছো তুমি।
আমি কাঁদি আর খুজি
আফসোস.....!
আজো নিখোঁজ আছো কি?
এই ভালবাসার নগরে,
কোথাও নেই তুমি।
তুমি কি ভাববো
আমি হেরে গেছি,
না-না-না-না-না
আমি হারি নাই
আজো ভালবাসনি তোমমায়।

Tuesday, October 2, 2018

বিজয় দিবস


_______বিজয় দিবস______
      এম এ মাসুদ রানা 

পাক বাহিনীর শাসন শোষণে
অতিষ্ঠ অাজ বাঙ্গালীরা,
জালিম হাটাতে স্বাধীনতা পেতে
বীর সন্তানেরা পাগল পারা।
নয়টি মাস চলে গেল
ত্রিশ লক্ষ জীবন দিল,
দেশটা হানাদার মুক্ত হলো
ষোলই ডিসেম্বর বিজয় এলো।