______জাকিয়া________
__এম এ মাসুদ রানা___
এমন সময় ছিল
আমায় নিয়ে অনেক ভাবিতে
আমায় নিয়ে অনেক লেখ লেখেতে
তোমার সাথে আমায় নিয়ে স্বপ্ন দেখিতে
অকারনে বাড়ির ছাদে আসিতে
একটি নজর আমায় দেখিতে
শতকাজেও তোমার জন্য ছুটে আসিতাম
দেখার পরে আবার তুমি নিচে আসিতা
রাত দুপুরে লুকিয়ে লুকিয়ে ফোন করিতে
পড়ার ফাকে ফাকে বার্তা লিখিতা
বার্তার জোরে তোমায় আমি কাছে ভাবিতাম
বার্তার জোরে তুমি আবেগ খুজিতা।
টিফিন না খেয়ে টাকা জমায়তে
সেই টাকা দিয়ে গিফট কিনিতে
গিফট দেওয়ার জন্য পাগলও হয়তে
গিফটের মধ্যে সুখ খুজিয়া পায়তে।
আমার জন্য খাবার নিয়ে দাড়িয়ে থাকতে
খাবার খাওয়াবে বলে বেকুল থাকতে
এপাশে আর ওপাশে ছুটিয়া চলতে
খাবার হাতে দিয়ে তুমি শান্তি পায়তে।
সেই তুমি আজ আমায় ছাড়া
অনেক কিছু ভাবনা না ভাবো
খেলার ছলে সবে কিছু তুমি
এমন করে ভুলে গেলে।
নতুন মানুষ পেয়ে তুমি মহাসুখে আছো
সেই কারনে আজ তুমি নতুন স্বপ্ন বুনো
ভাবি, আমায় ছাড়া এখন কেমন আছো?
আমায় তুমি একা করে মহাসুখে থাকো।
__এম এ মাসুদ রানা___
এমন সময় ছিল
আমায় নিয়ে অনেক ভাবিতে
আমায় নিয়ে অনেক লেখ লেখেতে
তোমার সাথে আমায় নিয়ে স্বপ্ন দেখিতে
অকারনে বাড়ির ছাদে আসিতে
একটি নজর আমায় দেখিতে
শতকাজেও তোমার জন্য ছুটে আসিতাম
দেখার পরে আবার তুমি নিচে আসিতা
রাত দুপুরে লুকিয়ে লুকিয়ে ফোন করিতে
পড়ার ফাকে ফাকে বার্তা লিখিতা
বার্তার জোরে তোমায় আমি কাছে ভাবিতাম
বার্তার জোরে তুমি আবেগ খুজিতা।
টিফিন না খেয়ে টাকা জমায়তে
সেই টাকা দিয়ে গিফট কিনিতে
গিফট দেওয়ার জন্য পাগলও হয়তে
গিফটের মধ্যে সুখ খুজিয়া পায়তে।
আমার জন্য খাবার নিয়ে দাড়িয়ে থাকতে
খাবার খাওয়াবে বলে বেকুল থাকতে
এপাশে আর ওপাশে ছুটিয়া চলতে
খাবার হাতে দিয়ে তুমি শান্তি পায়তে।
সেই তুমি আজ আমায় ছাড়া
অনেক কিছু ভাবনা না ভাবো
খেলার ছলে সবে কিছু তুমি
এমন করে ভুলে গেলে।
নতুন মানুষ পেয়ে তুমি মহাসুখে আছো
সেই কারনে আজ তুমি নতুন স্বপ্ন বুনো
ভাবি, আমায় ছাড়া এখন কেমন আছো?
আমায় তুমি একা করে মহাসুখে থাকো।
No comments:
Post a Comment