Tuesday, November 19, 2019

ভালবাসায় সাড়া দাও

 ভালবাসায় সাড়া দাও

  এম এ মাসুদ রানা 


আমি বলি অনন্ত বিরহ, কখনো দহন কাল
সবার জীবনে বুনতে চাই জাল!
আমার শূন্য দৃষ্টি এক সমুদ্র নোনা জলে ভাসে
এক রূপকথার গল্প বলে নীববে কাঁদে।

হে প্রিয়তমা!
তোমার মনোকাশটা আমায় দেবে শুনি?
দিলে কি ক্ষতি হবে এটাও একটু জানি?
না দিলেও ক্ষতি নেই আমার।
আমার এই জীবন শুধুই বিরান ভূমি
উপযাচক হয়ে করতে এসো না খুশি।
মুঠো ভরে একমুঠো দিয়ো গো আশ্বাস
তৃষ্ণাত্তুর হৃদয়ে সেটাই করবো বিশ্বাস।

সেই আশ্বাসে পাই যেন অতীতের ফেলে আশা বিশ্বাস
হলুদ পাতার সবুজ দৃষ্টিতে নিবো নিঃশ্বাস।
নতুন চরে উড়ে আসা সাদা বকের সারি
সাদা কাশফুল হাওয়াতে করবে নড়ানড়ি।

আমার একটা সমুদ্র চাই
যেখানে আশ্বাসের ভালবাসা নাই।
দু'এক ফোঁটা বৃষ্টিতে, একটা সমুদ্র ভিজে
সমুদ্রের সাথে পাল্লা দিয়ে কেউ কি জিতে?
সবাই ছুটে আসে, তার গায়ে কিছু জলে ভিজে নিতে।

আকাশ জুড়ে যখন কালো মেঘের ঘনঘটা করে
তার ভয়ে কি সমুদ্র কখনো কি নড়ে?
সময়ের বিবর্তনে অন্ধকারে ঢাকা শুকতারা,
আবার সূর্য ডোবার পর একই স্থানে ধ্রুবতারা,
কেউ উদয় হয় না, তাদের নিজেস্ব স্থান ছাড়া
তুমিও দাও, আমার ভালবাসায় সাড়া।

Tuesday, November 12, 2019

বিচিত্র মানুষ

               বিচিত্র মানুষ 

                 এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````````````````
নৈঃশব্দ্য শব্দটি খুব শদা
মানুষ সংক্ষিপ্ত ধ্বনি চায় অর্থ খোঁজে খুব বেশি
অর্থে খোঁজ না পেলেও করে তারা চেচামেচি
বিভিন্ন কারণে চলে আসে কাছাকাছি
ছলনা ও ললসা পেতে কথা বলে মিছামিছি।

বড়ই বিচিত্র কামনা-বাসনা থাকে মানুষের
স্বভাবও দ্রুত জমা বদলায়। দুর্বৃত্ত বাতাসে
উড়ে যায় পূর্ণিমার অদৃশ্য গহীন শাদা জোৎন্সায়
বিষাদের গ্রীবার জ্বলে ওঠে শোকের স্তবক অখণ্ড বিষাদ।

রঙ্গিন মেঘের গাঢ় রঙিন রোদেলাবিকাল মৃত
রজনীর উঠোনে উজ্বল মেঘের শাদা ধ্বনি, গূঢ়
বেদনার নিঃশব্দ অশ্রু ঝরে অলক্ষে কোথাও
ঝরা অশ্রু হবে কি আবার বৃথা?

মানুষের পকেটে নেই নক্ষত্র, মেঘভর্তি ব্রিফকেস হাঁটে
সুন্দর আঙুলগুলো দিনরাত অন্ধকার লেখে
শর্টহ্যান্ডে লেখে অপ্রতিরোধ্য বিষাদ দীর্ঘশ্বাস
পায়না তো জীবনে বাঁচাবার উচ্ছাস।

তবুও আমাদের প্রতিটি সকাল  অপেক্ষায় থাকে
মানুষের জন্যে সুখের পাখির জন্যে
সুখ পাখি পেয়ে হবে তো সবাই ধন্য
সুখ পাখি করবে কি আমাদের গণ্য?
বাজারে হবে আবার সবে কি কেনা বেচার পণ্য?
আমাদের বাঁচার জন্য পায়না অন্য।

অমর একুশ

             অমর একুশ 

               এম এ মাসুদ রানা 

বিষাদের করুণ ধুলোর নেইতো আর শেষ!
কষ্টদল আকাশে উড়াল দিয়েছে হাওয়া হাওয়া,
বায়ু প্রবাহের প্রত্যাশায়, বাঁধন ছেঁড়া বল্গাহরিণ হাওয়ায়,
দেয় ছুট জন্মে-জন্মে চেনা সবুজ জমিনে!

শোক নই তাই!  মুঠোভর্তি গাঁদাফুল নিয়েছি হাতে
হয়েছে কৃষ্ণচূড়া লাল, প্রদীপ্ত যৌবনের -ঘ্রাণ!
শোকের প্রভাতী মিছিলের নগ্নপদধ্বনি বেজে ওঠে আজ
নবতর দৃপ্ত মূর্ছনায়! উছলে উথলে ওঠে আলোর বকুল!

কে তারে বাঁধতে পারে ফের শৃঙ্খল-পিঞ্জিরায়
শহীদের স্মৃতিতে ছুটেছে দিকবিদিক,  বিশ্বময় ব্যাপ্ত আজ
একুশের অমেয় সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো.....
বিশ্বের পতাকা জুড়ে পৎপৎ ওড়ে শহীদের স্মৃতি বিশ্বময়!

উঠুক জেগে ফুলের সৌরভে ফসলের ঘ্রাণ!
মুখেমুখে নাচুক আলোর মুগ্ধ ব্যাকুলতা!
দূর হোক ক্ষুধা-ক্লান্তি-জ্বরা অন্তহীনতা!
বাংলাদেশ হাসুক খিলখিলি প্রাণবন্ত হাসি অমলিন
তাই চাই খোদা!
এইটুকু চাই!
শান্তি হোক শহীদের রক্তাক্ত আত্মার।

আমি ফিরছি

        আমি ফিরছি 

          এম এ মাসুদ রানা 


অন্ধকার ধূলিপথের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে
বেদনা বিধ্বস্ত একা একা ফিরছি......
তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি রাত জেগে সবকিছু আগের মত সাজায়।

ঐ যে স্বপ্ন ঘুড়ির স্বপ্ন আঁকা দিন
ঐ যে রূপালি নদীর স্রোত, শৈশবের দুরন্ত সাঁতার
মনে পড়ে না  কী তোমার?
দীর্ঘ জলের দুর্দান্ত গল্প, মনে কী আছে তোমার?
ফিরছি, আমি আর থাকবো না একা একা,
ফিরছি, আমি তোমার কাছে ফিরছি!

অন্ধকার ধূলিপথের শহর নগর
লাবণ্যের সবুজ গল্পরা হারিয়ে গেছে
প্রযুক্তির লাল সন্ত্রাসের থাবায়!
বেঁচে আছি শুরু আমি তোমার আশায়।

ঐ যে রঙ বেরঙ্গের পাখি ডাকা সকাল
ঐ যে প্রাক বিদ্যালয়ের  বৃক্ষ বন্ধুরাজি
ডাকছে, ডাকছে, খুবই বেশি ডাকছে আমায়
কল্পের কল্পনাতে মনে পড়ছে তোমায়

তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি, একা একা বেদনা বিধ্বস্ত ফিরছি!
আমি ফিরছি, আমি ফিরছি বুকভরা আশা নিয়ে
তুমি নিয়ো গো, নিয়ো আমায় মানিয়ে।

Friday, November 8, 2019

বিরহের সুর

        বিরহের সুর 

        এম এ মাসুদ রানা 


হাত বাড়িয়ে রাখি অন্ধকার রাতে
ঘোমটা দিয়ে ডাকা তোমার মুখ,
নিজেকে লুকিয়ে রেখে পা-ও কী সুখ?
ভুলেও যদি পড়ে মোর কথা মনে ;
খুজবে আমায় অন্ধকার ঘরের কনে।
বিরহের সুরে গাইবে স্বপ্নের গান
গানের মাঝে খুঁজে পাবে ভালবাসার মান।

বাস্তবে আবেগ নিয়ে ভুলতে চাই তোমাকে
জোনাকির মতো তারা নেভে আর জ্বলে
পাই না খুঁজে আমি তোমার সুঘ্রাণের সুর।
এই রিক্ত হাত দূ"টি হৃদয়ের কোলে
পাবো না"কি তোমায় কোন কৌশলে?
শূন্যতার হাহাকার নিয়ও তুমি আমলে।

তারার শত প্রদীপ জ্বলে আকাশের গায়
সেই পানে চেয়ে জল ঝরে হয়েছি যায় ম্লান।
মনে হয় আসবে ফিরে নুপূর পরা দু'পায়ে
অপেক্ষায় বাড়িয়ে রাখিবো রিক্ত  হাত।
প্রেম নাই, সুখ নাই গেছো তুমি উড়ে,
 খুঁজি আর খুঁজি তোমায়, বিরহের সুরে।

Wednesday, November 6, 2019

অভিমানী কন্যা

      অভিমানী কন্যা 

         এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````
অভিমানী কন্যা ফিরে এসো
হাত বাড়িয়ে দিই রজনী গন্ধার ঘ্রানে,
বাড়িয়ে দিই লাভ লেইনের সন্ধ্যা
টাঙ্গন নদী, সিরাজউদৌলা রোড়
আর কাঠালডাঙ্গী হাটের দুপুর।

এতো অভিমান করতে হয় না পাগলী
এসো মাশানগাঁও সীমান্ত বোর্ডারে
ঝালমুড়ি আরা বারোভাজা খাই।
জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে কিনে দিই
বকুল ফুলের মালা।

এইসব কিছুই নেবে না তুমি?
তবে চলো লাইব্রেরিতে-এ যাই।
কিনে দিই জুলফিকার আলি বই
কেটে যাবে তোমার অভিমানের ক্ষণ।


বিনাশ বাঁশির সুর

           বিনাশ বাঁশির সুর  

                 এম এ মাসুদ রানা 

""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""''''''''''''''''''''''''''''''''""""""""""''"""""""""""""
আমি শীতের প্রারম্ভিক লগ্নে,
শীতে শিরশির কুঁকড়ে উঠে স্বপ্ন দেখছি,
তুমি শীতের রাতে কমল ও পশমি বস্ত্রে
ঘুমের ঘরে গড়াগড়ি খেতে খেতে স্বপ্ন দেখছো।

আমি জেল গারদের ভিতরে শুয়ে শুয়ে
বদনে অন্তঃসলিল নদীর সমূহ যন্ত্রণা নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে তোমার শরীরে প্রবাহিত হই
মিষ্টি লোভে শীতের পিপীলিকার মত করি ভীড়।

তুমি নিশ্চিত শয্যায় অলস পরশ নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে ফুলের দেশে, পরীর সখি।
কোন অচেনা রাজপুত্তুরের ঘোড়ায় চড়ে
পরম প্রেম মাখা মমতায় হাত বুলিয়ে দিচ্ছ।
সেই  ঘোড়ার চলার ধ্বনি শুনে
জেলের চার দোয়ালের ভিতর গুমড়ে ওঠি
ক্রমশ ঘনিয়ে আসা স্বপ্ন বিনাশ বাঁশির সুর।

Monday, November 4, 2019

তুমিও কাঁদবে একদিন

তুমিও কাঁদবে একদিন

   এম এ মাসুদ রানা 


তুমিও একদিন অঝরে কাঁদবে
আমার মত শূন্য বুকে নিয়ে,
নয়নের ঝরা জল শুকাবে না
আসবে না কেউ মুছে দিতে।

অন্ধকার গলির মাঝে একলা
চারপাশ ভরে থাকবে কাল ছায়া
ডাকবে না তোমায় আলোর পথে
পথের খোঁজে মন হবে দিশেহারা।

আমার মত করে অপবাদে
মিথ্যে অপরাধে অপরাধী হয়ে
বোবা ব্যাথায় কাঁদবে তখন
স্মরনে পড়বে আমায় বারে বার
তখনি খোঁজার চেষ্টা করবে বুহুবার
এই আপরাধে থেকে পাবে না পার।

আমি হারিয়ে গেছি হারানোর পথে
দূর এক অচেনা গগনের মাঝে
কতশত জীবন নদীর কূল ঘেসে।
ফুটবে না নতুন বসন্ত প্রভাত
তোমার মরে যাওয়া হৃদয় পানে।

Sunday, November 3, 2019

মন

            মন

‌‌‌‌    এম এ মাসুদ রানা 

""""""""""""''''''''""'''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''
চোখে থাকা রঙিন স্বপন
আমি ভাসিয়েছি কবেই,
চোখের ঝরানো জলে,
তাই বেদনা নিয়েছে কোলে।
মন তবুও আশায় থাকে
স্বপ্নগুলো কোন দিন
আসবে ফিরে পাবে বলে
সব যাতনা যাবো ভুলে।
যতই বলি এই মনকে
স্বপ্ন খুজে পাবে না।
এই মনে আছে স্বপ্নের আসন
মানে না আর কোন শাসন।
আশাও আর ছাড়ে না,
স্বপ্নও তো আর ফিরে আসে না।
পথগুলো আর হারিয়ে যায় না
মন ধরে কথায় কথায় বাহানা।