Saturday, December 28, 2019

প্রেমানন্দ

********** প্রেমানন্দ 
--------- এম এ মাসুদ রানা 

হাসির মাঝে ভালবাসা খুজে পাই
পেয়ে সবকিছুই তো ভুলে যাই,
এই তো থামানোর যন্ত্র নাই। 
বেসুরা সুরে শুধু গায় আর গায়
এরই মাঝে ভালবাসার ঘ্রাণ পাই।

কত যে কথা, কত যে ভাষা
মনের মাঝে বাঁধে যে, বাসা,
স্বপ্নের তুলিতে স্বপ্ন সাঁজায়
তারই মাঝে প্রেমের নীড় বাঁধা
সবই প্রেমের সুরে প্রেমমাল গাথা।

কুয়াশা ঢাকা এই সকাল সাঁঝে
স্বপ্নের কথাগুলো হৃদয়ে বাজে,
স্বপ্ননে ঘুরে আসি স্বপ্নের দেশ
দূরে নিরালাতে বসবো বেশ
কথার মাঝে চলবো কথার পেচ
এই কথার হবে না শেষ।

কিনে দিবো তোরে পুঁতির মালা 
পড়িয়ে দিবো তোকে যতনে গলে,
পড়িয়ে নিবে তুই মান্দার ছলে
মোর বুকে প্রেম জ্বালা জ্বলে বলে
তাই তো প্রেমানন্দ নিয়েছি কোলে।


Thursday, December 26, 2019

বিফল বাসনা

 বিফল বাসনা 
এম এ মাসুদ রানা 

আমি পাইনি খুজে তোমায় কোন কূলে
হেমন্তের শিশির ভেজা ফুলে ফুলে।
তুমি এসেছিল না'কি সেই হৈমন্তী রথে
হাল্কা কুয়াশা মাখা ছিলে তো বটে। 

তুমি এসেছিলে না'কি যমুনার স্রোতের অনুকূলে?
উত্তাল-পাতাল ঢেউয়ে ফেপে ফুলে। 
এসেছিল না'কি কাগজের নৌকায় চড়ে?
তোমায় পাইনি খুজে যমুনার কোন চরে।

তুমি একেছিলাম না'কি অনুভবে অনুভূতি নিয়ে?
বেলা শেষে ফিরে যাবে ভালোবাসা দিয়ে,
অথবা রঙধনুর সাত রঙে নিবো চেয়ে
মনে যতটা আছে পাওয়ার যাবো পেয়ে।

হলো না চাওয়া, হলো না পাওয়া,
হবে কি করে আর নাওয়া, খাওয়া? 
ভাঙ্গা মন রাতে শুধু কাঁদে আর শুধু কাঁদে
কষ্ট ভরা প্রতি প্রহের ফাঁকে ফাঁকে। 
তুমি এসেছিল না'কি নয়নের জলে?
দিয়ে গেলে তুমি নিরাশাকে কোলে!