Saturday, January 25, 2020

শঠতার জিন্দেগী

___ শঠতার জিন্দেগী
___ এম এ মাসুদ রানা

অহংকারে ওঠে নাতো
প্রতিবাদীর প্রতিবাদী ঝড়।
জং ধরেছে ঈমানের ঘরে
গোড়া করছে নড়বড়।

সচেতন সমাজে আজ
হচ্ছে মরণের শিকার।
লাঞ্ছনা আর বঞ্চনাকে
সম্মুখে করছে বরণ।

কলমের ডগা ফেটে কাঁদে
নিরব নিথর হয়ে।
অভিসাপ পুষে রাখেছে
গোপনে বুকের ভিতর।

অপমানে কাঁপে নাতো
কারো পবিত্র মন।
শঠতার জীন্দেগী আজ
করেছি সাদরে গ্রহণ।


Wednesday, January 15, 2020

কোথায় তুমি

___________ কোথায় তুমি

************* এম এ মাসুদ রানা 


                   কোথায় তুমি
ফাগুন আসার কথা শুনে ফুটে যদি ফুল
রাত আসার কথা শুনে জ্যোৎস্না যদি হাসে
জ্যোৎস্না ছাড়া আঁধার রাতে যদি কাঁদে।
কষ্ট হোক না কেন সুখ আসে ফাঁকে ফাঁকে!

                    কোথায় তুমি
সাগরের পথ ধরে নদীর স্রোতে হয় ভয়
মিলনও বাসনার তরে সব বাধা ডিঙ্গে।
নিবে না তো কিছুই কেউ  ছিনিয়ে
হয়তো সবকিছুই মন থেকে মানিয়ে।

                    কোথায় তুমি
তুমি আসো না আমার বসন্তীর শুভক্ষণে
আসো না আমার অনুভুতি জাগানো মনে।
নীল আকাশ পানে আছো অনেক দূরে
মেঘের ভেলা পাল তুলে রখেছে তোমায় মুরে।

                    কোথায় তুমি
আমার প্রতি নেই কি তোমার মনের টান,
বিঁধেনি কি তোমার মনে আমার প্রেমবাণ
এক রথীও দিলেনা এই প্রেমের মান
কথায় কথায় মার শুধু পিছু টান।

                    কোথায় তুমি
স্বপ্নের চরে তুমি স্বপ্নচারিতা হলে না।
যেমন করে কোকিল নীড় বাঁধে না।
ভালবেসে নিরবে তোমার কাছে ডাকোনা,
সবসময় ভালবাসার নামে করো বাহানা।

হে মাধুরী

__________ হে মাধুরী 
******* এম এ মাসুদ রানা
হে মাধুরী
তোমাকে দেখেছি গভীর কোন রাতে
ফুল নয়, তারাও নয় এর চেয়ে বেশি
ভরেছিলে হৃদয়ে, বসেছিলে কাছাকাছি
তোমার কথায় ছিলনা কিছু মিছামিছি।

হে মাধুরী,
তোমায় দেখেছি জোৎস্না ভরা রাতের
রেখেছিলেতো হাত দুটো এই কাঁধে
ঐ কথামালা এখনো এই হৃদয়ে বাঁধে
চন্দ্র যেনো হার মেনেছিল তোমার সাঁজে।

হে মাধুরী,
তুমি যেনো শান্ত নদীর অশান্ত ঢেউ
মাঝে মাঝে দেখেছেতো কেউ না কেউ।
পাখির গানে মনের টানে
তোমাকে খুজে পাইনি নদীর ভরা বানে।

হে মাধুরী,
তুমি ছিলে অবারিত সবুজের মাঠে,
যত দেখেছি ততই অভিভূত হয়েছি।
মেটেনি এই পোড়া মনের সাধ
তাই তো দিয়েছো তোমার মনে বাঁধ।

হে মাধুরী,
তুমি ছুয়ে যাও আমায় শুধু একবার
তোমাকে পাবার তৃষ্টায় হচ্ছি যে ছারখার।
এক'বার ছুয়ে যাও তৃষ্ণাতূর হৃদয়
তুমি না এলে যন্ত্রণা করবে আমায় জয়।

Monday, January 6, 2020

তোমার প্রতিক্ষায় ছিলাম


 তোমার  প্রতিক্ষায় ছিলাম

     এম এ মাসুদ  রানা 


নয়নের দৃষ্টিতে যে,
করেছিল অবাধ বিচরন,
যার ভাবনায় ছিলাম সারাক্ষণ
জাগেতো মনের ভিতরে শিহরন।

সেতো তুমি স্বপ্নে স্বপ্নের জাগণ
নিত্য দিনে প্রতিক্ষাকে করেছো হরণ।
একবার দেখা হবে, একবার কথা হবে
তুমি আসবে, তুমি কাছে বসবে
পথে দাড়িয়ে থাকবে,
অল্প অল্প কল্পনাতে কথা বলবে।

দেখার নেশায় কাটবে মনের বিভোর
তুমিতো ছিলে ভাল লাগা মন পাখি
মনের মাঝে পোষা শংঙ্খ চিল।
উড়ে গিয়ে থাকো কোন অন্য এক বিলে
হঠাৎ করে হারিয়ে যাও আকাশের নীলে।

চলে যাবে যদি, তবে চলে যাও, 
বাসনার আঙ্গিনা ছেড়ে চলে যাও।
অন্য আর কারো সাজানো ভূবনে,
পারব না দেখতে, পারবো না সইতে 
তোমার এই চলে যাওয়া।

কেন যে, হলো না তোমাকে পাওয়া
চলে যাবে বলে ছেড়েছি নাওয়া, খাওয়া। 
এতে যদি হয় মরন, তবে হোক অবেলায় 
মরন হবে তো,  বড্ডো একটা খেলায়
থাকবো না আর, তোমার জন্য নিরালায়।