সম্মান
এম এ মাসুদ রানা
ভালবাসার মানুষ সে,
যে তোমাকে বুঝবে
হারিয়ে গেলে খুঁজবে
পাশে না থাকলে কাঁদবে
তোমার সুখে হাসবে।
আর নিজের জীবন দিয়ে,
ভালোবাসার সম্মান রাখবে
ছায়ার মতো পাশে থাকবে
ভুল ত্রুটি ছোট করে দেখবে।
রচনাকালঃ ০৩/০৮/২০১৮
সম্মান
এম এ মাসুদ রানা
ভালবাসার মানুষ সে,
যে তোমাকে বুঝবে
হারিয়ে গেলে খুঁজবে
পাশে না থাকলে কাঁদবে
তোমার সুখে হাসবে।
আর নিজের জীবন দিয়ে,
ভালোবাসার সম্মান রাখবে
ছায়ার মতো পাশে থাকবে
ভুল ত্রুটি ছোট করে দেখবে।
রচনাকালঃ ০৩/০৮/২০১৮
______ ভালো মানুষ _____
___ এম এ মাসুদ রানা ___
সাধনা হলো মোর শিক্ষা করা
শুরুর শিক্ষায় সাধনাকে ধরা।
আজ হয়াছি সাধনা সিদ্ধি
করিনি গুরু সাথে কোন যুক্তি।
বলি নাই মন্দ কথায় কোন ছন্দ
হয়নি কখনো গুরুর সাথে দন্দ।
রাতেরো আকাশে চন্দ্রের আলোকে
বলে থাকি তো মোরা জোছনা,
কেহ বলে আয় চাঁদ আয় কাছে আয়
চাঁদ মামা আয়, দুটো কথা বলে যায়।
চাঁদেরে কে চাই, ধূলির মাঝে
জোছনা হলে সবাই আসতে চাই কাছে।
মুকুট পড়ে দাঁড়িয়ে থাকে রাজার বেসে
সে কি রাজা হবে কখনো শেষে-মেষে,
অন্ধকারে জ্বললে আলো, দূর হয় আধার
মানুষ হবি, দরকার হবে না কাঁদার।
ভালো মানুষেরে গুণীরা করেছে কদর
সর্বক্ষণে তাঁহারা পেয়েছে সবার আদর।
তোমার অন্তরালে
এম এ মাসুদ রানা
তুমি দিয়েছো আমায় কবর
নাওনি তো আর কোন খবর।
তাই তো করি নাই কোন শব্দ
করবো কখনো তোমায় জব্দ।
টেনেছিলে কাছে তোমার তরে
ছুড়ে ফেলে দিয়েছো মনের ঝড়ে
অতীতের স্মৃতি হৃদয়ে নাহি পরে
তবু কিছু কথা কাথার মাঝে রহে।
তুমি তোমার তরে হও চিরসুখী
দেখো না এই পানে যতই হই দূঃখী,
সর্বক্ষণে থাকো তুমি শুধু সূর্যমুখী
শান্তির বার্তা মারে তোমায় উঁকি।
তোমার তীক্ততায় রয়েছি আড়ালে
খুঁজে পাবে না হাত দুই'টি বাড়ালে।
রচনাকালঃ ০৩-০৮-২০২১