Wednesday, December 19, 2018

আমাদের স্বাধীনতা

আমাদের স্বাধীনতা 
এম এ মাসুদ রানা 

লাশ ঝুলে কাঁটাতারে
ঝুলছে আরও তড়িৎ তারে, 
মরা বাদুড়, ঝুলছে ঝুলুক
লাজ-শরমের যাই মরে। 
গর্ব করে বলবি মোরাস্বাধীনতার 
তরে জীবন দিয়েছি মোরা।

বুকের পরে চলছে গুলি
হচ্ছে খালি মায়ের কোল
উড়ছে খুলি এই বাংলার
মগেরমুলুক, চলুক বল।
লাজ-শরমের কী আছে যায়!
বুক ফুলিয়ে বল তোরা
মোদের দেশ স্বাধীন দেশ
ইতিহাসে আছে ভরা।

Tuesday, December 18, 2018

জীবন

________জীবন_________
____এম এ মাসুদ রানা_____

জীবন সংগ্রামে চলছি একা
নেই কোন সজনীর দেখা,
কি আসে, কি যায়?
কি পাবো আর না পাবো।

তা নিয়ে আর ভাবি না
জয় না পরাজয়,
হবে তো নিশ্চয়
পাবতো যাতনা না যন্ত্রণা।

বারে বারে ফিরে আসে
ঘুরে যায় কি আর?
জীবন চলে কি ভাবনায়
তা নিয়ে আশাতীত।

Saturday, December 15, 2018

আবেগী মন

_________ আবেগী মন
              এম এ  মাসুদ রানা

কিছু কিছু পরিচয় হয়ে থাকে অচেনা
তারা কল্পনার রঙে ছড়ায় দুটি ডানা।
 মনে মনে ছবি এঁকে যায় দিবানিশি
 তাদের  মনের তুলিতে আল্পনায় সুখ।
কিছু জানা নাইবা হলো তাদের জানা
 তৃষ্ণাত্ব  বুকে কোন থাক না শূন্যতা।
 কাছে এসে প্রেমী হারিয়ে যায় সব কথা
 কষ্টের ঢেউ যতই আসুক তাদের বুকে!
থাকে না কোন ব্যথা তাদের মনে।

Wednesday, December 12, 2018

জিজ্ঞাসা

______________ জিজ্ঞাসা
___________ এম এ মাসুদ রানা

তুমি কি এখনো দিবানিশি আময়া নিয়ে ভাবো?
তুমি কি এখনো সারারাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখো?
তমি কি এখনো আগের মতোই থাকো?

তোমার সে স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলেও, কি শুরু না কি শেষ?
তুমি কি এখনো সে দিনের কথা মনে করো?
তুমি কি এখনো আকাশের পানে চেয়ে চেয়ে থাকো?

নিঝুম রাতের তারারা এখনো কি তোমাকে খোঁজে না?
অশ্রুকণা গুলো কি এখনো বৃষ্টি হয়ে ঝড়ে পরে না?
তোমার সেই স্বপ্নগুলো এখনও কি নতুন?
নতুন দিনের হলো কি এখন নতুন ভাবে সাজাও?

তোমার চোখের মাঝে এখন আর কি তারারা হাসে না?
রাতের পাখিরা এখন তোমায় কি আর ডাকাডাকি করে না?

ভালো নেই বলে কি থেমে যাবে তোমার জীবন?
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে।

আমি বলি,
তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারি মাঝে ,
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই।