Tuesday, December 18, 2018

জীবন

________জীবন_________
____এম এ মাসুদ রানা_____

জীবন সংগ্রামে চলছি একা
নেই কোন সজনীর দেখা,
কি আসে, কি যায়?
কি পাবো আর না পাবো।

তা নিয়ে আর ভাবি না
জয় না পরাজয়,
হবে তো নিশ্চয়
পাবতো যাতনা না যন্ত্রণা।

বারে বারে ফিরে আসে
ঘুরে যায় কি আর?
জীবন চলে কি ভাবনায়
তা নিয়ে আশাতীত।

No comments: