Tuesday, August 14, 2018

অতৃপ্তি


________  অতৃপ্তি  _______
       মোঃ মাসুদ রানা
মাঝ রাতে স্বপ্ন দেখবে যখন
কাঁদবি জেগে একা একা,
হাত নেড়ে খুজে দৃষ্টিতে আমায়
পাবি না মোরে  দেখা পাবি না!

আমি হারিয়ে যাবো অজানা দেশে
তোর কাছে আর আসবো না,
দূর হতে অদূর থেকে সুখ চাইবো তোর
আমায় ভালো'টা আর বাসা হল না!

লাভ কি হবে তোমাশ ভালোবেসে
বল আমায় বিষয়টা  খুলে,
পাশাপাশি ছিলাম যখন
কেনো চাইলি না মুখ খুলে তখন?
.

No comments: