Tuesday, August 4, 2020

হায়রে অর্থ

             হায়রে অর্থ
       এম এ মাসুদ রানা

যদি তোমার কাছে থাকে না অর্থ 
সব জায়গায় হবে তুমি ব্যর্থ।
প্রতি মুহূর্তে প্রিয়জনের কাছে পাবে কষ্ট 
তোমাকে দেখে বলবে তারা আমি ব্যস্থ।
করবে না কেউ তোমাকে স্বরণ
যদি হয় তোমার কোন কারণে মরণ।

ভাই-বোন, পিতা-মাতা দেখে শুধু সম্বল
তারা চাই, শুরু তারা চাই, তাদের অবলম্বন। 
শূণ্যতে হয় না কোন দোয়া কবুল আলেমগণে বলে
দোয়া দরূদে অর্থের প্রয়োজন আলেমের কথায় প্রমাণ। 
অর্থ ছাড়া দেবতাও তুষ্ট নয় গুণীজনে কয়
সবকিছু দিয়ে পূর্ণ করে পূজা দিলে দেবতা খুশি হয়।

অর্থ ছাড়া পায় না প্রেমিক প্রেমিকার কাছে দাম
অর্থ দিয়ে নির্ণয় হয় ভালবাসার মানা।
ভাই বল, বন্ধু বলো,  বলো কতো স্বজন 
অর্থ সাথে থাকলে করবে তারা কদর।
অর্থের বিনিময়ে হয় কত অপরই হয় আপন
অর্থ ছাড়াই হয় কত আপনই আপর।

যদি থাকে তোমার কাছে অর্থ 
তোমার কষ্টে তারাও পাবে কষ্ট। 
সর্বদাই কাছে থেকে হবে তারা ব্যস্থ
অর্থ থাকবে তবু্ও দিতে চাইবে অর্থ। 
ভুলেও বলবে না, হচ্ছে না তাদের সাধ্য
কাছে থাকতে হবে তারা বাধ্য। 
অর্থের কাছেই হয় শিক্ষার পচন
অর্থ ছাড়া কেউ শিক্ষাকে করে না যতন।

No comments: