Friday, August 3, 2018

শ্রমিকের দাবী

শ্রমিকের দাবী
মোঃ- মাসুদ রানা

আমাদের পাওনা দিয়ে দিবেন
ঘাম শুকানোর আগে
বলতে গেলেই জ্বলেন কেন
আপনারা ভীষন রাগে!

এই "শুয়োরের" বাচ্চা বলে
সদাই ছোড়েন গালি,
বুকের খাঁচায় লাত্থি মেরে
মারেন হাতে তালি।

আপনারা হলেন সভ্য সমাজ
আমরা মজুর কুলি,
আপনার কি মানায় মুখে
অসভ্যদের বুলি।

আপনাদের ঐ সভ্যতাটা
গড়েছি আমরা হাতে
আমরা শুধুই সভ্য হইনি
খোদার দুনিয়াতে।

পাওনা আমার ন্যায্য দিবেন
আজকে এটাই দাবী
নয়তো একদিন বিকল হবে
এই সভ্যতার চাবি।

আপনারা সব মানুষ বটেই
আমরা পথের কুকুর!
আমরা যদিও আপনারা নই
এইত খোদার শুকুর।



উৎসর্গঃ (বিশ্বের সকল নির্যাতিত শ্রমিক ভাইবোনদের)

No comments: