_______উৎসর্গ চন্ডি চরন________
__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_
কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।
__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_
কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।
No comments:
Post a Comment