Saturday, February 16, 2019

ইমান

ঈমান
মো: মাসুদ রানা

আল্লাহ মোদের প্রভু  ভাইরে
আল্লাহ মোদের প্রভু,
সেই  নামেরই জিকির মোরা
ভূলবো নাকো কভু।
টাকা পয়সার লেখে মোরা
ঈমান নাকো ছাড়বো,
আল্লাহ উপর ঈমান যখন
আনছি আরো আনবো।

No comments: