Sunday, June 14, 2020

শব্দ

          শব্দ 
 এম এ মাসুদ রানা

শব্দ দিয়ে বাক্য হয়
কথায় কথায় নয়,
শব্দ কথায় হয় তো মালা
শব্দ দিয়ে হয় খেলা
খেলার ছলে নেমেছে দিবস বেলা
দিবস শেষে সন্ধ্যা মেলা।

শব্দ তোমায় প্রশ্ন করি
তুমি থাকো কোথায়?
তোমার খবর কি রাখ? 
কেমন করে আসলে তুমি?
মানবের এই দুনিয়ায়
দেখে বলে তো কেউ হায় হায়।

তোমায় দিয়ে কত কবি
লিখেছে কত কবিতা আর গান। 
লিখেছে কতই আরও ছন্দ 
তোমায় নিয়ে চলছে হয়নি তো বন্দ।

No comments: