Sunday, January 30, 2022

ব্যর্থ বাসনা

 ব্যর্থ বাসনা 

এম এ  মাসুদ  রানা 


চোখ দুটো ছিলো কাজল কালো

মুখে ছিলো মিষ্টি মিষ্টি হাসি।

একটু দেখবো বলে, এখনো বসে আছি

আসতে চেয়েও আসনি কাছাকাছি। 


বলেছিলে অনন্তকাল থাকবে পাশাপাশি 

কথা হয়েছিল তো দিবানিশি। 

পুরোনো কথায়, এখন চোখে আসে জল

রঙিন বাঁশির করুণ সুরে খুঁজি তার ফল।


হারিয়ে যাওনি তুমি জানি আমি জানি

হারানো ভয় দিয়ে করতেছো ফানি,

আছো কোন গগনে কোন সুজনের সনে

প্রেমের যাতনা জ্বলেনি কি তোমার মনে?


পড়ে নাকি মনে রে পরে না'কি মনে,

প্রেম শিখায়া চলে গেলি, কোন গহীন বনে?

সুখে আছো এই কথাটি বলতে পার না'কি ফোনে?

সবসময়ে ফোনটা থাকে তো আমার সনে।


রচনাকালঃ ৩০/০১/২০২০

Tuesday, January 25, 2022

প্রার্থনা

প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


দেখতে দেখতে পার হয়ে হলো 

পুরো একটা বছর, 

কথা কাজে যতই ঠিক ও বেঠিক 

তাতে পরেনি আচর।


তোমার মায়াবী চাহনিতে মিশে 

আছে কি যে, যাদু?

তোমার মনের কথাগুলো বুঝতে 

হয়েছি আমিও সাধু।


চাওয়া পাওয়াতেও করো নাই 

কখনো কোন রাগ,

কথা কথার কাকলীতে কেটেছে 

বছরের অনেক রাত।


জীবনে ছিলো কিছু রাশি রাশি 

সুখ ও শান্তির মিল,

পার করেছো অনেক রাশি রাশি 

বেদনা হয়নি অমিল।


সুন্দর কেটেছে তোমার  মধুময়

জীবনের একটি বছর,

গত দিনগুলির চেয়ে আসুক ভালো 

নতুন কিছু আবার।


জীবনে থাকুক সীমাহীন সুখের

নিখাদ এক ফাগুন , 

আগামীতে আসুক সুখ আর সুখ 

অবিরাম আনন্দের দিন।


উৎসর্গ মুস্তারিন জাহান লুসি 

রচনাকালঃ ২৫ জানুয়ারী ২০২২ খ্রি.

Wednesday, January 5, 2022

অচিনপুরে বাস

 অচিনপুরে বাস

এম এ মাসুদ রানা 


বাঁধা দিও না কাজ হবে না

যেতে হবে বহু দূরে

থাকবো না হয় একা একা 

কোন এক অচিন পুরে।


ব্যকুল মিছে ভাবনা আমার

কোন লাভ হবে না আর

তাই তো পিছনে ফিরে যেতে 

কখনো চাই না আবার।


কি হবে মিছে কাঁদে আবার

যে যাবার সে চলে যাবে?

তার তরে স্বপ্ন সাজিয়ে বলো 

কখনো লাভ কি গো হবে?


কেউ আবার করে মিছে মায়া

বলে নিয়তীর পরিহাস

তবু কেন কেঁদে কেঁদে হতে হয়

অচিনপুরে বসবাস।

রচনাকালঃ ০৬/০১/২০১৮