Sunday, January 30, 2022

ব্যর্থ বাসনা

 ব্যর্থ বাসনা 

এম এ  মাসুদ  রানা 


চোখ দুটো ছিলো কাজল কালো

মুখে ছিলো মিষ্টি মিষ্টি হাসি।

একটু দেখবো বলে, এখনো বসে আছি

আসতে চেয়েও আসনি কাছাকাছি। 


বলেছিলে অনন্তকাল থাকবে পাশাপাশি 

কথা হয়েছিল তো দিবানিশি। 

পুরোনো কথায়, এখন চোখে আসে জল

রঙিন বাঁশির করুণ সুরে খুঁজি তার ফল।


হারিয়ে যাওনি তুমি জানি আমি জানি

হারানো ভয় দিয়ে করতেছো ফানি,

আছো কোন গগনে কোন সুজনের সনে

প্রেমের যাতনা জ্বলেনি কি তোমার মনে?


পড়ে নাকি মনে রে পরে না'কি মনে,

প্রেম শিখায়া চলে গেলি, কোন গহীন বনে?

সুখে আছো এই কথাটি বলতে পার না'কি ফোনে?

সবসময়ে ফোনটা থাকে তো আমার সনে।


রচনাকালঃ ৩০/০১/২০২০

No comments: