Wednesday, March 30, 2022

আজব বিয়ে

আজব বিয়ে
এম এ মাসুদ রানা

এই সমাজে মেয়েই করেছে, মেয়েকে বিয়ে
কি করবে মেয়েরা আর এই ছেলে দিয়ে।
কি এক নতুন জামানা আইলো জগতে ভাই।
লজ্জা সরমে মুখ পুড়ছে, যেন মরে যাই।

নারীর প্রেমে জন্য নিলো তারা নারীর মন
ছেলেরা কথা শুনে বসে কান্দে সারাক্ষণ।
তারাই বলে, করতে পৃথক চাইলে কেহ।
লাশ হয়ে যাবে এই দুটি তরুণ তাজা দেহ।

আখির প্রেমে, বিলকিস আসলো বাড়ি
বিয়ে বলে নাকি করেছে, এই দুই নারী।
কি যে এক আজব শুনলে কথা ঘুরে মাথা
ফেসবুকে হলো পরিচয় ফোনে হয় কথায়।

আঁখি, বিলকিসের প্রেমে, বুকটা ব্যাথা করে।
কি বলবো, কি করবো, মাথা আমার ধরে?
নোয়াখালী থেকে আসলো বিলকিস,
টাঙ্গাইলে আখির সাথে করবে বাসর ইস।

মেয়ে ছেলেই হলে বিয়ে বংশে প্রদীপ জ্বলে
বিলকিস আখির কি হবে, একটু যাও বলে।
বাবা হবে কে তারা শুনবে কি মায়ের ডাক?
হায়রে ভাবতে ভাবতে হয়ে যাচ্ছি অবাক।

Saturday, March 19, 2022

অভিমান

অভিমান
এম এ মাসুদ রানা

সবার মাঝে থাকে কিছু না কিছু অভিমান।
একটু অভিমান থাকা ভালো।
অভিমান বুকে জমে হবে সাগর সমান জল,
মমতা আর অভিমান উভয়ই সাগরের জল।
সে চোখের আঠালো টিপ,
জড়োয়া কাতান,
মমতা আর অভিমান তারই এক নাম।
অভিমান জমে বুক হবে ছারখার
মানুষের মধ্যেতো থাকে কিছু অভিমান
বুকের ভিতরে থাকে,
হৃৎপিণ্ডে যেমন,
তাহাকেই গোপনে রয়েছে অভিমান।
কেউ ইহাকেই বিচ্ছিন্নতা বলে,
আমি তা বলবো না কেন? 
মানুষের প্রতি মানুষের অভিমান,
সেতো আর কিছু নয়,
একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে।
সবার মধ্যে থাকে কিছু অভিমান
অভিমান থাকা ভলো, 
যেটুকু প্রয়োজন। 
নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান
গোলাপের প্রতি থাকে এই অভিমান
নারী ও গোলাপ একই শব্দ,
মানুষের থাকে সনাতন অভিমান 
সবারই মাঝে কিছু অভিমান থাকে।

Tuesday, March 8, 2022

পিছু ফিরে দেখ না

পিছু ফিরে দেখ না
এম এ মাসুদ রানা

তুমি সুখী হলে,আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
চিরদিন শুধুই দুঃখ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
কতই রঙয়ের স্বপ্ন দেখেছিলাম।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে নেমেছে অকারনে শ্রাবণ
সব কিছু ভাগ্যের প্রতিফলন ।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আর দেখব না।

রচনাকালঃ ০৯/০৩/২০১৮

Sunday, March 6, 2022

ভালোবাসা

ভালোবাসা
এম এ মাসুদ রানা

শুধু কাছে পাওয়ার জন্য
ভালোবাসা নয়!
শুধু ভালো লাগার জন্য
ভালোবাসা নয়!
নিজের সুখ বিসর্জন দিয়ে
ভালোবাসা নয়!
শুধুই সুখে থাকার নামই
ভালোবাসা নায়!
ভালোবাসার অনেক সময়
ছাড় দিতে হয়!
ভালোবাসা দিয়ে ঘৃণাকে
জয় করতে হয়!
ভালোবাসায় সব কিছুই
ভাগ করতে হয়!
সব কিছু মন থেকে মানলে
পৃথিবী হয় জয়।

০৭/০৩/২০১৯