Saturday, March 19, 2022

অভিমান

অভিমান
এম এ মাসুদ রানা

সবার মাঝে থাকে কিছু না কিছু অভিমান।
একটু অভিমান থাকা ভালো।
অভিমান বুকে জমে হবে সাগর সমান জল,
মমতা আর অভিমান উভয়ই সাগরের জল।
সে চোখের আঠালো টিপ,
জড়োয়া কাতান,
মমতা আর অভিমান তারই এক নাম।
অভিমান জমে বুক হবে ছারখার
মানুষের মধ্যেতো থাকে কিছু অভিমান
বুকের ভিতরে থাকে,
হৃৎপিণ্ডে যেমন,
তাহাকেই গোপনে রয়েছে অভিমান।
কেউ ইহাকেই বিচ্ছিন্নতা বলে,
আমি তা বলবো না কেন? 
মানুষের প্রতি মানুষের অভিমান,
সেতো আর কিছু নয়,
একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে।
সবার মধ্যে থাকে কিছু অভিমান
অভিমান থাকা ভলো, 
যেটুকু প্রয়োজন। 
নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান
গোলাপের প্রতি থাকে এই অভিমান
নারী ও গোলাপ একই শব্দ,
মানুষের থাকে সনাতন অভিমান 
সবারই মাঝে কিছু অভিমান থাকে।

No comments: