Sunday, July 1, 2018

বিশ্ব কাপ ট্রফি

ট্রফিসম্পাদনা

১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি প্রদান করা হত। জনসাধারণের কাছে এটি শুধু বিশ্বকাপ বা Coupe du Monde নামেই বেশি পরিচিত ছিল, তবে ১৯৪৬ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নামে এটির নামকরণ করা হয়। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বারের মত বিশ্বকাপ জিতলে তাদেরকে স্থায়ীভাবে ট্রফিটি দেয়া হয়। ১৯৮৩ সালে ট্রফিটি চুরি হয়ে যায় এবং পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় চোর ট্রফিটিকে গলিয়ে ফেলেছে।[২১]
১৯৭০ সালের পর আরেকটি নতুন ট্রফির যা ফিফা বিশ্বকাপ ট্রফি নামে পরিচিত, নকশা প্রণয়ন করা হয়। সাতটি মহাদেশ থেকে আগত বিশেষজ্ঞগণ ফিফাকে ৫৩টি মডেল প্রদর্শন করেন। শেষপর্যন্ত ইতালিয় নকশাকার সিলভিও গাজ্জানিগার তৈরীকৃত নমুনা বিশ্বকাপ ট্রফি হিসেবে গৃহীত হয়। এ নতুন ট্রফিটির উচ্চতা ৩৬ সেন্টিমিটার, ১৮-ক্যারট সোনা দিয়ে তৈরি ও ওজন ৬,১৭৫ গ্রাম। এর ভিত্তি দু’স্তরের মূল্যবান ম্যালাকাইট দিয়ে তৈরী। ভিত্তির নিচের দিকে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত সকল বিশ্বকাপজয়ীর নাম গ্রথিত করা আছে। গাজ্জানিগা এ ট্রফির বর্ণনা দিতে গিয়ে বলেছেন: "The lines spring out from the base, rising in spirals, stretching out to receive the world. From the remarkable dynamic tensions of the compact body of the sculpture rise the figures of two athletes at the stirring moment of victory."[২২]
এই নতুন ট্রফি বিজয়ী দেশকে স্থায়ীভাবে আর দেয়া হয় না, তা তারা যতবারই জিতুক না কেন। বিশ্বকাপ জয়ী দল পরবর্তী বিশকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারে। এরপর তাদেরকে সোনার প্রলেপ দেয়া নকল বিশ্বকাপ দেয়া হয়। আর্জেন্টিনা, জার্মানি (পশ্চিম জার্মানি হিসেবে), ইতালি ও ব্রাজিল প্রত্যেকে দ্বিতীয় ট্রফিটি দু’বার করে জিতেছে, ফ্রান্স কেবল একবার এটি জিতেছে। ২০৩৮ সালে এটির ভিত্তিতে নতুন বিজয়ী দলের নাম লেখার মত আর জায়গা থাকবে না। তখন এ ট্রফিটি হয়তো বাদ দেয়া হবে।

Wednesday, June 27, 2018

জাকিয়া

______জাকিয়া________
__এম এ মাসুদ রানা___


এমন সময় ছিল
আমায় নিয়ে অনেক ভাবিতে
আমায় নিয়ে অনেক লেখ লেখেতে
তোমার সাথে আমায় নিয়ে স্বপ্ন দেখিতে


অকারনে বাড়ির ছাদে আসিতে
একটি নজর আমায় দেখিতে
শতকাজেও তোমার জন্য ছুটে আসিতাম
দেখার পরে আবার তুমি নিচে আসিতা


রাত দুপুরে লুকিয়ে লুকিয়ে ফোন করিতে
পড়ার ফাকে ফাকে বার্তা লিখিতা
বার্তার জোরে তোমায় আমি কাছে ভাবিতাম
বার্তার জোরে তুমি আবেগ খুজিতা।


টিফিন না খেয়ে টাকা জমায়তে
সেই টাকা দিয়ে গিফট কিনিতে
গিফট দেওয়ার জন্য পাগলও হয়তে
গিফটের মধ্যে সুখ খুজিয়া পায়তে।

আমার জন্য খাবার নিয়ে দাড়িয়ে থাকতে
খাবার খাওয়াবে বলে বেকুল থাকতে
এপাশে আর ওপাশে ছুটিয়া চলতে
খাবার হাতে দিয়ে তুমি শান্তি পায়তে।


সেই তুমি আজ আমায় ছাড়া
অনেক কিছু ভাবনা না ভাবো
খেলার ছলে সবে কিছু তুমি
এমন করে ভুলে গেলে।


নতুন মানুষ পেয়ে তুমি মহাসুখে আছো
সেই কারনে আজ তুমি নতুন স্বপ্ন বুনো
ভাবি, আমায় ছাড়া এখন কেমন আছো?
আমায় তুমি একা করে মহাসুখে থাকো।