তুমি সুখী হও
এম এ মাসুদ রানা
আমার হৃদয় মাঝে তুমি আছো
তোমার উদাসীনি মন,
তাই তোমার সাথে দন্দ থাকে
জীবনের প্রতিটি ক্ষণ।
কোন রকম দোষ না করেও তবু
আমি হলাম অপরাধী
বাস্তবতার সাথে জীবন মিলিয়ে
আমি শুধু নিরবে কাঁদি।
মহাসুখে থাকো না ওগো প্রিয়া
নতুনদের নিয়ে সাথে
বলবো না কখনো তুমি দুঃখী হও
আঁধার না আসে যাতে।
তোমার কাছে চাইনা কোন কিছু
চাওয়ার আছে কি বাকি?
উজাড় করে দিয়েছি তোমাকে সবে
দুঃখকে লুকিয়ে রাখি।
বলেছো তুমি আমায়, আমি চলে গেলে
তুমি সুখী হবে,
তোমারি সুখ চিরোদিন তোমার কাছে
সাথী হয়ে রবে।
No comments:
Post a Comment