মুসলিম শাসক
এম এ মাসুদ রানা
হৃদয়ে থেকে রক্ত ঝরে
আঁখি থেকে পরে জল।
উষ্ণ জলে ভাসছে হৃদয়
জনপ্রিয়তা নিয়ে ভয়।
কোন সুখেতে হাসছো তুমি
মনপুড়ে আজ হচ্ছে খাক্
বলো যা হবার তা হয়ে যাক
আরো বলো সততা দূরে রাখ।
দেখতে তোমায় মানুষরুপী
মনুষ্যত্ব নাই তোমার মনে
ঘুরে আবার তুমি জনে জনে
গুজব ছড়াও ক্ষণে ক্ষণে।
কুকুর বিড়াল অনেক দামি
মুসলিম হয়ে করো বোকামী
প্রযোজনে করো হানাহানি
প্রমাণ করতে চাও তুমি দামী।
মুসলমানের মৃত্যুতে আজ
উৎসাহ দেওয়া তোমার কাজ।
বিশ্ব জুড়ে নিঃস্বর খেলায়
মা-বোনদের কান্নার মেলায়।
তোরা হলো মসলিম শাসক
কাজকর্ম করো কেমন আজব
মসলিম হয়ে মুমিন মারো
বেধর্মীদের হাতটি ধরো।
No comments:
Post a Comment