Monday, September 3, 2018

বিদায়

*********বিদায় *********
+++++মাসুদ রানা+++++

বিদায়ের দিনটা ঘনিয়ে এলো
আমি চলে যাবো দূরে,
জানাচ্ছি সকলকে বিদায়ী সালাম,
অশ্রু বেয়ে আবোরে।

থমথমে হয়ে আছে তোমাদের 
চলন্ত পড়ালেখার গতি,
একে একে হচ্ছে সব চলমান 
কিছুু  অতীতের ইতি।

উস্তাদ ও বন্ধু কেউ রবে না পাশে
হবে কেউ অজানা 
আমাদের পক্ষ থেকে তোমাদের 
জানায় শুভ কামনা।

No comments: