Tuesday, September 25, 2018

নিরাশা

&&&&নিরাশা%%%

**মাসুদ রানা****

তুমি অামার খড়কুটার
ছোট ঘরে এসো না।
তুমি আমার অগুছালো
বিছানায় বসো না।
আমার প্রতিটি খড়কুটতে
আছে বিরহ আর বেদনা।
তুমি আমাকে পাবে না,
সত্যি করে বলছি
তুমি আমাকে পাবে না।

No comments: