Thursday, November 29, 2018

প্রতিক্ষা

________ প্রতিক্ষা
_____ এম এ মাসুদ রানা

এসো তুমি শ্যামল সুন্দর হয়ে,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।

বিরহ নিয়ে চাহিয়া আছি আকাশের পাণে।

সে যে এক  ব্যথিত হৃদয় আছে বিছায়ে
   তমালকুঞ্জপথে অশ্রু সজল ছায়াতে,
         নয়নে জাগিছে করুণ রাগী॥

       বকুলমালা রেখেছে গাঁথিয়া,
বাজাইছে তার অঙ্গনে মিলন বাঁশরি সুর ।
         
        আনো সাথে তোমার মিলন বাসর
তোমার চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে ও তালে সে--
          বাজিবে তোমার কঙ্কণ ও কিঙ্কিণী,
               ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

Tuesday, November 27, 2018

স্বপ্নভরা মন

সপ্নভরা মন এম এ মাসুদ রানা পশ্চিম আকাশে সূর্য অস্তে চাঁদ উঠলো রাতে, চারদিকে অন্ধকার করে, পৃথিবী আবার নতুন সাজে । অন্ধকার রাতে জেগে ওঠে, নিশাচর প্রাণীগুলো খেলা করে, আকাশে লুকিয়ে থাকা লক্ষ কোটি তারকারাজি নাহি কবু নড়ে। শন-শন বাতাস আসে শীতল করে দেহ ও মন, এক পশলা বৃষ্টি আসে ঐ মনের আকাশে যখন । স্মৃতির পাতায় দাগ এঁকে কত অজানা স্মৃতি, সময় যখন ভাবিয়ে তুলে, মনের গপন নীতি ।। তারপরও মানুষ বাঁচে আশা ভরে বুকে, নতুন সূর্য উদয় হবে , আধার ফুরাবে কবে। রচনাকাল ২৮/১১/২০১৭

Tuesday, November 20, 2018

ছন্দ

যে গান লেখেছি
আমি গাইবো বলে
গাইবো গাইবো বলে
থেকে গেছে জীবনের
গতি পথ............!
গাইবো গাইবো বলে
আর গাওয়া হল না
বলবো বলবো বলে
আর বলা হল না।

Saturday, November 17, 2018

বিষণ্নতা

_______ বিষণ্নতা ________
      এম এ মাসুদ রানা 

দিনের শেষ হয়ে,
এবার আসবে বুঝি বিষণ্নতার কাঁকড়,
রোদেলা দিনের অনেক স্মৃতিমধুর হয়ে ভাসে।
কোনটা রঙিন, কোনটা মলিন চাঁদরে মোড়ানো?
কোনটা  ছিটে-ফোঁটা নয়নের জল?
কোনটা আঁধার ভাঙা চাঁদের আলো?
মনে পড়ে, পা-দোলানো আম্র-কানন,
সত্যি, বড় বিষণ্নতা আজ চেপে ধরেছে
আমায় রেখেছে সীমাহীন অন্ধকারে।

কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না,
সব জল শুকিয়ে গেছে সে-বেলায়।
কবে কার প্রেমের নেশায় মাতাল হয়ে
ডুব দিয়ে ছিলাম, উত্তাল সাগরে
এই তো এবার! তার সমাপ্তি ঘটেছে।

দিনের শেষে, আমি বড় একা , 
শূন্য আকাশের নিচে বসে আছি 
একটি গাঙচিলের মতো মেলেছি ডানা
ক্লান্ত হয়ে ফিরলেও 
বলার জোন  জায়গা নেই সে-কথা,
সবই ধোঁয়ায় সফেদ, রঙহীন ধূসর কুয়াশা
আমার পানে,আশাহীন দীপশিখা রয়েছে চেয়ে,
ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়।

Monday, November 12, 2018

স্বপ্নচারিতা

_________ স্বপ্নচারিতা ________
             এম এ মাসুদ রানা

মাঝ রাতে তোমার ঘুম ভাঙ্গবে যখন
কাঁদবে তুমি নিরবে তখন,
হাত নেড়ে খুজবে আমায়
পাবে না খুজে দৃষ্টির আওতায়।

আমি হারিয়ে যাবো এক অজানায়
তোমার কাছে আর আসবো না ফিরে,
দুরে থেকে চাইবো তোমার সুখ
ভালো আর বাসবো না তোমায়।

লাভ কি আসে যায় ভালোবেসে!
সব কিছু বল আমায় খুলে,
তোমার কাছে ছিলাম যখন
কোন কিছুই বলনি তখন।

Monday, November 5, 2018

শুভেচ্ছা

কবি এম এ মাসুদ রানার প্রতি শুভেচ্ছা
ড: চণ্ডীচরণ

হে কবি ,
মাসুদ রানা ,
বলি ,
পরালে এ মনিহার গলায় আমার ,
অপূর্ব লাগে কবি ঐ -
কাব্য তোমার ৷
ছন্দ ফোটে যেন কত রঙিন ছবি ,
সেই আলোতে হবে ভুবন আলো ,
করবে তোমার কাব্য গুলি ৷
প্রস্ফুটনে দেখি ঐ পদ্মকলি ৷
আরো লেখো কবি !
জাগুক ঘুমন্ত শিশু ,
নিষ্পাপ যে ভাবে যিশু ,
সাড়া বিশ্বকে জাগালো যেমতি ,
পাপরি খোলা প্রস্ফুটিত পদ্ম ,
হবে কবি ঐ তব কাব্য সেমতি ৷

Saturday, November 3, 2018

আজকের মানবতা

________ আজকের মানবতা
________ এম এ মাসুদ রানা
             

আমার সবাই  ধরনীর তলে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণে
 সীমাহীন কতই না কৌতুহলে!

অনন্ত সংগীত ভেসে আসে ;
হৃদয়হীন হৃদয় পথে
পূর্ব দিগন্তের সূর্যটা হাসে!

জীবন মানে জীবনের শুভক্ষণে,
উঁকি মারে যেন সুরে বেসুরে
 শেষ হয়ে আসে সেই মধু ক্ষণ।

তবুও স্বার্থের বাজারে করি বেচা-কেনা;
নিষ্ঠুর  হায়েনার  মতো
অভিনয় অভিনব কতো রূপে ধরি।

বিবেকের আদালতে দিয়েছি মেরে তালা;
পৃথিবীর মহত্ব লাভের আশায়
মিথ্যে  অভিনয়ে করি মিছে ছলাকলা।

সেই সুধা পান অযোগ্য বলে তাই,
খুঁজে বেড়াই সতত এ সংসারে
 যার কোনো কিঞ্চিত মূল্য নাই।

আমার আমিত্ব যে কতো বড়ো
দেখাতে চাই কতো না কতো উপাচারে
 অথচ এতোটুকু আমি বুঝিও না নিজে।

মানবের মানষ চেতনা কেন এতো অহমিকা;
গরল সম নি:সৃত থাকে সর্বক্ষণ
পোড়ায় প্রজ্বলিত দাবানল সম শিখা!

বোধ বোধকে পোড়ায় না কখনো;
করে না কখনো দগ্ধ চেতনার অঙ্গীকার
তাইতো আজ নীরবে আছে আমাদের মানবতা!