Monday, November 5, 2018

শুভেচ্ছা

কবি এম এ মাসুদ রানার প্রতি শুভেচ্ছা
ড: চণ্ডীচরণ

হে কবি ,
মাসুদ রানা ,
বলি ,
পরালে এ মনিহার গলায় আমার ,
অপূর্ব লাগে কবি ঐ -
কাব্য তোমার ৷
ছন্দ ফোটে যেন কত রঙিন ছবি ,
সেই আলোতে হবে ভুবন আলো ,
করবে তোমার কাব্য গুলি ৷
প্রস্ফুটনে দেখি ঐ পদ্মকলি ৷
আরো লেখো কবি !
জাগুক ঘুমন্ত শিশু ,
নিষ্পাপ যে ভাবে যিশু ,
সাড়া বিশ্বকে জাগালো যেমতি ,
পাপরি খোলা প্রস্ফুটিত পদ্ম ,
হবে কবি ঐ তব কাব্য সেমতি ৷

No comments: